আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর জানালেন মাহি
১৩ সেপ্টেম্বর ২০২১ ০১:১২ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১১:৪১
চিত্রনায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিলো অনেক দিন ধরে। তবে জনপ্রিয় এ নায়িকা তা অস্বীকার করে আসছিলেন। আবার সম্প্রতি তিনি লিখেছিলেন ১৩ সেপ্টেম্বর সবাইকে চমকে দিবেন। তখন আবার বিয়ের গুঞ্জনটি জোরালো হয়। ১৩ সেপ্টেম্বর রাত ১২টার কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে মাহি তার বিয়ের খবরটি প্রকাশ করেছেন। তার বরের নাম রাকিব সরকার।
‘অগ্নি’খ্যাত এ নায়িকা তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে খবরটি জানান দিয়েছেন। যাতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ ১২টা ৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো।’
মাহি তার পোস্টে দাবি করেন, এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। তিনি সবার কাছে তার নতুন জীবনের জন্য দোয়া চান।
বিয়েতে মাহি পরেছেন খয়েরি রঙের লেহেঙ্গা ও ঘিয়া রঙের ওড়না এবং তার বর পরেছেন কালো রঙের পাঞ্জাবি।
পেশায় ব্যবসায়ী গাজীপুরের এ যুবলীগ নেতা রাকিব সরকারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই।
এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। তাদের সে সংসার এ বছরের ২২ মে ভেঙে যায়।
সারাবাংলা/এজেডএস