Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ শততম পর্বে ‘শান্তি মলম ১০ টাকা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৩

শান্তির বার্তা নিয়ে নির্মিত হল ধারাবাহিক নাটক ‘শান্তি মলম দশ টাকা’। হিমু আকরাম-এর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, ডাঃ এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনেয়ারা পুতুল, মাসুদ রানা মিঠু, শফিক খান দিলু প্রমুখ। জনপ্রিয় এই প্রতিদিনের ধারাবাহিকটির এবার ১০০ তম পর্ব প্রচারিত হতে যাচ্ছে ১১ সেপ্টেম্বর (শনিবার) রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে।

বিজ্ঞাপন

অভিরামপুর গ্রামের কিছু অশান্তিতে থাকা মানুষকে ঘিরেই ‘শান্তি মলম ১০ টাকা’। সময়ের সঙ্গে সঙ্গে ‘শান্তি মলম ১০ টাকা’র গল্পেও ভিন্নতা এসেছে। কুব্বাত মিয়ার শালিস, টিংকুর বউ কোহিনূরের ঝগড়া, তিন চোরের খুনসুটি, দুই বাটপারের মারামারি- সবকিছু মিলিয়ে অশান্তিতে থাকা এক গ্রাম মানুষের গল্প নিয়েই এগিয়ে যাচ্ছে ‘শান্তি মলম ১০ টাকা’।

এই নাটক প্রসঙ্গে পরিচালক হিমু আকরাম বললেন, ‘গল্পের ভীন্নতার কারনেই দর্শক নাটকটি দেখছে নিয়মিত। এটা চেনা গল্প,পাশের বাড়ির গল্প। এবং আমাদের গল্প। যেই গল্প দেখে দর্শক তার শৈশবের গ্রাম, মাটি আর হারিয়ে যাওয়া সময়গুলোকে ফিরে পায়।’

‘শান্তি মলম ১০ টাকা’য় কুব্বাত চরিত্রে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু। তিনি বলেন, ‘কুব্বাত মিয়া গ্রামে শালিস করে বেড়ায়। তার সাথে থাকে একটা বাদর। যার নাম মিস্টার দুলাল। এটা সত্যিই অসাধারণ চরিত্র। অসাধারণ বলার কারণ, পুরো নাটকের গল্পে আমাদের প্রতিদিনের অনিয়মই তুলে ধরা হয়েছে। তাও আবার হাসি ঠাট্টার ছলে।’

সারাবাংলা/এএসজি

আজ শততম পর্বে ‘শান্তি মলম ১০ টাকা’ আরটিভি প্রতিদিনের ধারাবাহিক শান্তি মলম ১০ টাকা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর