Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজবে বিব্রত নুসরাত ফারিয়া!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৪ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৫

শিশিরের নির্দেশনায় তিনি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন এই প্রজন্মের নন্দিত নায়িকা নুসরাত ফারিয়া। তবে নুসরাত ফারিয়াকে নিয়ে বারবার এমন খবর রটে যে, তিনি আর অভিনয় করবেন না বা আর অভিনয়ে ফিরবেন না। বিষয়টি নিয়ে তিনি বারবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। এ কারণে অনেকেই তাকে ফোন করেও প্রশ্ন করেন আদৌ তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন কী না!

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘কে বা কারা রটায় যে আমি অভিনয় ছেড়ে দিচ্ছে। এই ধরনের গুজব কেন যে ছড়ানো হয় তাও আমার বোধগম্য নয়। তবে জন্মদিনে আমার একটাই প্রত্যাশা থাকবে আমাকে নিয়ে এই ধরনের গুজব যেন চিরতরে গায়েব হয়ে যায়। আমি নিয়মিত কাজ করছি, অভিনয় ছাড়ছিনা। এখনো কাজ করছি, আগামীতেও আমার নতুন নতুন সিনেমার কাজ আছে। যদি তাই হয়, তাহলে এসব গুজব ছড়ানোর কোনই ভিত্তি নেই। আমার যারা ভক্ত দর্শক আছেন তাদেরকে বলছি-আমি নুসরাত ফারিয়া নিয়মিত অভিনয় করছি, আগামীতেও করবো ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন।’

বিজ্ঞাপন

এরইমধ্যে নুসরাত ফারিয়া গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও কলকাতায় ‘বিবাহ অভিযান-টু’ নামের আরেকটি সিনেমায় কাজ শুরু করার কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’। এছাড়াও বাংলাদেশে ‘পাতাল ঘর’ এবং কলকাতায় ‘ভয় রাজা’ নামক আরো দু’টি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এদিকে নতুন আরো একটি গান গাইবার কথা রয়েছে নুসরাত ফারিয়ার। তিনি জানান এরইমধ্যে গানটি নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে। সবকিছু শিগগিরই চূড়ান্ত হবে।

সারাবাংলা/এএসজি

গুজব নিয়ে বিব্রত নূসরাত ফারিয়া নুসরাত ফারিয়া

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর