Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজার বড় বাজেটের মিউজিক ভিডিও নিয়ে পূজা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৩ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪৪

সঙ্গীত শোনার বিষয়, অনুভবের বিষয়। যদিও অর্তমানে তার সঙ্গে যুক্ত হয়েছে ভিডিও। তাই এখানকার বেশিরভাগ শিল্পীই গান রেকর্ডিং শেষ করেই ভিডিও নির্মাণে হাত দেন। আর মূল গানের চেয়ে অনেক বেশি বাজেট থাকে এর জন্য। চ্যানেল আই সেরা কণ্ঠ তারকা বাঁধন সরকার পূজা সনাতন ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিয়ে বেশ বড় বাজেটের একটি মিউজিক ভিডিও বানিয়েছেন। তবে বাজেটের অংক প্রকাশে রাজি নন পূজা।

‘আসছে মা দুর্গা’ শিরোনামের গানটি লিখেছেন লিংকন। এর সুর ও সঙ্গীতায়োজনও তার। ভিডিও নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও সুমিত সেনগুপ্ত। আরও ছিলেন তানজিলা হক ও মোহনা।

বিজ্ঞাপন

নারায়নগঞ্জের রুপগঞ্জের মুড়াপাড়ায় ভিডিওটির শুটিং হয়েছে। দুর্গা পূজার আগ মুহুর্তে গানটি পূজার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

সারাবাংলা/এজেডএস

আসছে দুর্গা মা বাঁধন সরকার পূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর