Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাড়পত্র পেলো ‘চিরঞ্জীব মুজিব’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২১ ২০:৪২

পরিচালক নজরুল ইসলাম বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মাণ করেছেন ‘চিরঞ্জীব মুজিব’। ছবিটি সম্প্রতি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ছবিটির নিবেদক হিসেবে রয়েছেন। নিবেদনের পাশাপাশি এর সংলাপ সংশোধন ও পরিমার্জনও করেছেন প্রধানমন্ত্রী।

ছবিটি পরিচালনার পাশাপাশি এর সংলাপ লিখেছেন নজরুল ইসলাম। চিত্রনাট্য রচনা ও সৃজনশীল পরিচালক হিসেবে রয়েছেন জুয়েল মাহমুদ।

‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্রে পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান।

প্রয়াত এস এম মহসীন, নরেশ ভুঁইয়া, একে আজাদ পাভেল, শতাব্দী ওয়াদুদ, মানস বন্দ্যোপাধ্যায়, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরীসহ ৫ শতাধিক নবীন ও প্রবীণ অভিনেতা/অভিনেত্রী এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

সঙ্গীত আয়োজনে ছিলেন ইমন সাহা, ক্যামেরায় সাহেল রণি এবং শিল্প নির্দেশনা ও পোশাক পরিকল্পনায় ছিলেন প্রয়াত সেলিম আহমেদ।

সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কিরণ চন্দ্র রায়, কোনাল ও নোলক বাবু বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন। এ চলচ্চিত্রটিতে গগন হরকরা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জসীমউদ্দীনের গান ব্যবহার করা হয়েছে।

গত ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির পোস্টার উদ্বোধন করেন।

সারাবাংলা/এজেডএস

চিরঞ্জীব মুজিব

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর