Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড দামে মাধুরীর লেহেঙ্গা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৩

বলিউডের সুপারস্টার হওয়া আর পরশ পাথর হওয়ার মাঝে খুব বেশি পার্থক্য নেই । বলিউডের স্টার যাই ব্যবহার করে তাই ব্র্যান্ড হয়ে যায়। তাই এতো বছর পর আবারও আলোচনায় মাধুরির লেহেঙ্গা।

সঞ্জয়লীলা বানসালীর সাথে ‘দেবদাস’ সিনেমায় কাজ করেছিলেন ২০০২ সালে। সেই সিনেমায় মাধুরীর পরা সবুজ ও সোনালি অ্যামব্রয়ডারি করা লেহেঙ্গাটি নিলামে বিক্রি হয়েছে তিন কোটি রুপিতে।

সমাজকল্যাণে অনুদানের জন্য নিলামে তোলা হয়েছে কয়েক জন বলিউড তারকার সিনেমায় ব্যবহৃত জিনিস। মাধুরির লেহেঙ্গা ছাড়া ‘মুঝসে শাদি কারোগি’ সিনেমায় ব্যবহৃত সালমান খানের তোয়ালে দেড় লক্ষ রুপি আর সুপারস্টার আমির খান ‘লগন’ সিনেমায় যে ব্যাটটি ব্যবহার করেছিলেন সেটি নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৫৬ হাজার রুপিতে।

সারাবাংলা/এজেডএস

মাধুরী রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর