পরপারে সিদ্ধার্থ, স্বপ্ন ভাঙল শেহনাজের
৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:২০ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৬
তাদের প্রথম দেখা আজ থেকে ঠিক দু’বছর আগে- ২০১৯ সালের সেপ্টেম্বরে। সেবছর হিন্দি টেলিভিশনের সবচেয়ে চর্চিত রিয়ালিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে প্রথম দেখা হয়েছিল দুজনের। আর এই সেপ্টেম্বরেই শেহনাজকে একা রেখে পরপারের উদ্দেশ্যে যাত্রা করলেন ‘বিগ বস’ জয়ী সিদ্ধার্থ শুক্লা। সিদ্ধার্থের সঙ্গে সুন্দর এক সংসার শুরু করার স্বপ্ন দেখেছিলেন শেহনাজ। কিন্তু অভিনেত্রীর সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ‘বিগ বস’-এ সিদ্ধার্থকে প্রকাশ্যে ভালবাসার কথা জানিয়ে ছিলেন শেহনাজ। শেহনাজকেও যে তার খুব পছন্দ, তা প্রকাশ করেছিলেন সিদ্ধার্থও। কিন্তু খুব অল্প বয়সেই চলে যেতে হল অভিনেতাকে।
সিদ্ধার্থকে শেষবিদায় জানাতে আজ ওশিওয়াড়া মহাশ্মশানে হাজির হয়েছিলেন শেহনাজ গিল। সাদা-লাল প্রিন্টেট সালোয়ার কমিজে দেখা মিলল বিধ্বস্ত শেহনাজের, এলোমেলো চুল। গাড়িতে বসেও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা গেল শেহনাজকে। সিদ্ধার্থের মৃত্যুর পর এই প্রথম মিডিয়ার ক্যামেরার সামনে এলেন শেহনাজ। ব্যাপক পুলিশি পাহারার মধ্যে এদিন ওড়িওয়াড়া শ্মশানে প্রবেশ করেন শেহনাজ। সঙ্গে ছিলেন বড় ভাই শেহবাজ।
ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, সিদ্ধার্থের মৃত্যুর সময় পাশেই ছিলেন শেহনাজ। শেহনাজের কোলে মাথা রেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সিদ্ধার্থ। এই মৃত্যু ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে শেহনাজকে। সিদ্ধার্থের বাড়িতে শেহনাজের সঙ্গে দেখা হওয়ার পর রাহুল মহাজন ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘শেহনাজ একেবারে ফ্যাকাসে হয়ে গিয়েছে। মনে হচ্ছে কোনও ঝড় যেন ওর সব কিছু ধুয়েমুছে দিয়ে গিয়েছে’।
এদিন ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ কুপার হাসপাতালের মর্গ থেকে সিদ্ধার্থের মরদেহ ওশিওয়াড়া শ্মশানে নিয়ে আসা হয়। সেখানে ব্রহ্মকুমারী রীতিতে হবে সিদ্ধার্থ শুক্লার শেষকৃত্য।
সারাবাংলা/এএসজি
শেহনাজ গিল শেহনাজকে একা রেখে পরপারে সিদ্ধার্থ শুক্লা সিদ্ধার্থ শুক্লা