Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রূপে আসছে ‘লুক এট মি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৬

ফ্যাশন ও লাইফষ্টাইল শো ‘লুক এট মি’- ২০০৫ সালে আরটিভি সম্প্রচার শুরু হবার পর পরই অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়। ২০১৯ সাল র্পযন্ত সাফল্যের সাথে এই অনুষ্ঠানটি নিয়মিত প্রচারিত হয়েছে। করোনা কালীন সময়ে সম্প্রচার বন্ধ ছিল এই অনুষ্ঠানটির।

এবার নতুন রূপে আগামী ৪ সেপ্টেম্বর (শনিবার) থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় আরটিভিতে সম্প্রচারে আসছে ‘লুক এট মি’। এবারের আয়োজন একটু ভিন্ন, যেখানে থাকবেন না কোন উপস্থাপক, একজন মডেলকে ঘিরেই আবর্তিত হবে পুরো অনুষ্ঠানটি। মেকআপ আর্টিষ্ট, ফ্যাশন ডিজাইনার, ষ্টাইলিশ, ফটোগ্রাফার একে একে যুক্ত হবেন এই অনুষ্ঠানটিতে। তাদের সৃজনশীল কর্মে সাধারন থেকে অসাধারন হয়ে উঠবেন একজন মডেল। এ পর্বের মডেল জান্নাতুল নাইম এভ্রিল। অনুষ্ঠানটির প্রযোজক উজ্জল রহমান।

সারাবাংলা/এএসজি

আরটিভি নতুন রূপে আসছে ‘লুক এট মি’ লুক এট মি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর