Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের পর সিনেমা ছাড়ার কথা অস্বীকার আঁচলের

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ১৫:৫৪

চিত্রনায়িকা আঁচল বিয়ে করতে যাচ্ছেন সৈয়দ অমি নামের একজন সঙ্গীতশিল্পীকে। অমি গণমাধ্যমে বলেছেন, আঁচলকে বিয়ের পর তারা দুজন হজে যাবেন এবং আঁচল সিনেমায় অভিনয় ছেড়ে দিবেন। একইসঙ্গে জানান, আঁচল শুধু অমির মিউজিক ভিডিওতে অভিনয় করবেন। তবে সিনেমা ছেড়ে দেওয়ার কথা অস্বীকার করেছেন আঁচল।

তিনি ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান। তিনি জানান, আগামী বছর তিনি বিয়ে করতে যাচ্ছেন এ কথা সত্য। কিন্তু বিয়ের পর তিনি সিনেমা ছেড়ে দিবেন বলে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। তিনি নিয়মিত অভিনয় করবেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের উদ্দেশ্য করে আঁচল লেখেন, ‘আমি এটা ডিক্লিয়ার করেছি যে, আগামী বছর আমি বিয়ে করবো যদি আমি বেঁচে থাকি এবং পরিস্থিতি পরিবেশ যদি ভাল থাকে তাহলে। কিন্তু আমি কোথাও কোন জায়গায় এই স্টেটমেন্টটা দেইনি যে, আমি বিয়ের পরে হজ করব তারপর ফিল্ম ছেড়ে দিব। আঁচলকে একজন নায়িকা হিসেবে সৃষ্টি করেছেই এই চলচ্চিত্র পরিবার। আমি ফিল্ম পরিবারকে অনেক বেশি ভালোবাসি। সেই পরিবারকে ছেড়ে আমি কখনো কোথাও যাবো না। সারা জীবনই এই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক থাকবে।’

‘ও জান রে’ শিরোনামের একটি গানের মডেল হিসেবে গেল জানুয়ারিতে দেখা যায় আঁচলকে। গানটির গায়ক ছিলেন সৈয়দ অমি। সেখান থেকে তাদের দুজনের মন দেওয়া নেওয়া শুরু হয়েছিলো।

সারাবাংলা/এজেডএস

আঁচল বিয়ে সৈয়দ অমি হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর