Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মাস পর পরীমনির পাশে পরিচালক সমিতি

আহমেদ জামান শিমুল
৩০ আগস্ট ২০২১ ২২:০৬

মাদক মামলায় তিন দফা রিমান্ড শেষে কারাগারে আছেন জনপ্রিয় নায়িকা পরীমনি। তাকে গত ৫ আগস্ট বনানীর বাসা থেকে মাদকসহ আটক করে র‍্যাবের একটি দল। এরপর থেকে দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানাভাবে পরীমনিকে আটকের প্রতিবাদ করে আসলেও শিল্পী সমিতি তার সদস্যপদ স্থগিত করা ছাড়া এ নিয়ে কোনো কথা বলেনি। আর পরিচালক সমিতি কোনো শব্দও করেনি। অবশেষে ২৫ দিন পর বা প্রায় এক মাস পর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিবৃতি দিয়েছে পরিচালক সমিতি।

বিজ্ঞাপন

সমিতির বিবৃতিতে অবিলম্বে পরীমনিকে জামিন দেওয়ার দাবি জানানো হয়েছে। একসঙ্গে তারা দাবি করেছে পরীর সঙ্গে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

তাদের বিবৃতিতে বলছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ঘটনার সত্যতা না জেনে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা থেকে বিরত থাকে। চেষ্টা সত্ত্বেও পরীমণির বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর পরীমণি বড় শিল্পী হওয়ায় সত্য-মিথ্যা খুঁজে বের করা আরও কঠিন হয়ে পড়ে।’

‘আমরা সমিতিগতভাবে পরিষ্কার জানাতে চাই, পরীমণি আমাদের প্রিয় শিল্পী। তার গ্রেফতারে বাড়াবাড়ি করা হয়েছে। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন বলে একজন আইনজীবী পত্রিকায় যে মন্তব্য করেছেন তা সঠিক নয়। পরীমনি আমাদের দেশের জনপ্রিয় শিল্পী। তিনি যে মামলার আসামি তাতে তাকে জামিন দিয়ে এটি পরিচালনা হতে পারে। তিনি দোষী নাকি নির্দোষ তা আদালতে প্রমাণ হবে। কিন্তু জামিন পাওয়ার আইনি এখতিয়ার পরীর আছে। সুতরাং আমরা মনে করি, পরীমণিকে অবিলম্বে জামিন দিয়ে সত্য-মিথ্যা প্রমাণের সুযোগ দেওয়া হোক। তার প্রতি সুবিচার হোক।’

এ ধরনের বিবৃতি দিতে এক মাস লাগলো কেনো? প্রশ্ন ছিলো পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের কাছে।

তিনি বলেন, ‘আমরা এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। ঘটনার সত্য মিথ্যে যাচাই করার চেষ্টা করেছি। এরপর সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই তার যে মামলা তাতে তাকে জামিন দিয়ে বিচার করা হোক।’

তবে পরিচালক সমিতির কয়েকজন সাধারণ সদস্য সারাবাংলাকে বলেছেন, এতদিন পরে সমিতির এ ধরনের বিবৃতি এক ধরনের দায় সাড়া বিবৃতি। চলচ্চিত্রে শিল্পীদের অভিভাবক হিসেবে সমিতির আরও আগে পরীমনির পাশে দাঁড়ানো উচিত ছিল। দেরিতে হলেও তারা যে অবস্থান নিয়েছেন তা থেকে যেনো আবার সরে না আসেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

পরিচালক সমিতি পরীমনি বিবৃতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর