Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজী শুভ-তারান্নুমের ‘তুমি ছাড়া আমি’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২১ ১৫:৪২

সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সরকার মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে কাজী শুভ ও তারান্নুম আফরীনের নতুন গানচিত্র ‘তুমি ছাড়া আমি’। রোমান্টিক মেলোডিনির্ভর গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।

গানের দৃশ্যায়নে দেখা গেছে ছোটো পর্দার জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব ও সারিকা সাবরিনকে। মূলত বিইউ শুভ পরিচালিত টহার্ট টু হার্টট নাটকের গান হিসেবে গানটি মুক্তি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

নাটকের চ্যানেল হিসেবে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করা সরকার মিডিয়া এই গানের মাধ্যমেই তাদের অফিশিয়াল মিউজিক চ্যানেলের যাত্রা শুরু করলো। এখন থেকে নিয়মিতই গান প্রকাশিত হবে বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার সরকার সুমন।

নতুন এই গান প্রসঙ্গে প্রবাসী কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন বলেন, ‘ব্যস্ততার ফাঁক গলিয়ে মনের আনন্দে গান করি। এই গানটি চমৎকার মিষ্টি একটি রোমান্টিক গান। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’

সারাবাংলা/এজেডএস

কাজী শুভ তারান্নুম তুমি ছাড়া আমি

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর