Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরব-পূজার ‘ক্যাশ’ ডিসেম্বর থেকে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২১ ১৪:২০

সৈকত নাসির নির্মাণ করতে যাচ্ছেন ‘ক্যাশ’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন নিরব ও পূজা। ছবিটির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর থেকে।

নিরব সারাবাংলাকে জানান, ইতোমধ্যে ছবির চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা।

তিনি বলেন, নানা কারণে ছবিটির শুটিং শুরু করা যাচ্ছিলো না। এখন যদি বড় ধরনের কোনো সমস্যা তৈরি না হয় তাহলে ডিসেম্বর থেকেই শুটিং শুরু হবে।

পূজা চেরির সঙ্গে এটি নিরবের প্রথম কাজ। এ নিয়ে নিরব বলেন, একসঙ্গে প্রথমবার অভিনয় করলেও আমাদের সম্পর্ক বেশ ভালো। তাই আশা করছি কাজটাও সুন্দর হবে।

সৈকত নাসিরের পরিচালনায় এর আগে ‘ক্যাসিনো’ তে অভিনয় করেছিলেন নিরব। ছবিটি করোনা পরিস্থিতির কারণে মুক্তি আটকে রয়েছে।

ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের কথা রয়েছে এভ্রিলের। এছাড়া আরও থাকবেন সাঞ্জু জন, সীমান্ত, ফারহান খান রিও।

অ্যাকশন থ্রিলার গল্পটির চিত্রনাট্য করেছেন আসাদ জামান। প্রযোজনা করছে স্বদেশ এন্টারটেইনমেন্ট।

সারাবাংলা/এজেডএস

ক্যাশ নিরব পূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর