Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াহিদ এবার ‘স্পাইডার ম্যান’ টিমে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২১ ১৬:১০

বাংলাদেশি ওয়াহিদ ইবনে রেজা হলিউডের বিভিন্ন ছবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজ করছেন বেশ কয়েক বছর ধরে। তিনি এবার কাজ করলেন সুপারহিরো সিরিজ ‘স্পাইডার ম্যান’-এ। তিনি সিরিজটির ডিজিটাল প্রোডাকশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওয়াহিদ বলেন, আমার দেখা প্রথম সুপারহিরো ‘স্পাইডার ম্যান’। ইচ্ছে ছিল কাজ করার। গত তিন মাস ধরে সিনেমাটির ডিজিটাল প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করেছি। এটা আমার জন্য গর্বের সঙ্গে অসাধারণ অভিজ্ঞতাও। ’

বিজ্ঞাপন

‘এক্সট্রাকশন’ সিনেমার সাবটাইটেল পরামর্শক ছিলেন ওয়াহিদ। এছাড়াও তিনি কাজ করেছেন বিখ্যাত ছবি ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’র ভিজ্যুয়াল ইফেক্টস, ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির ভিজ্যুয়াল টিমে।

এর বাইরে এইচবিও চ্যানেলের সিরিজ ‘গেম অব থ্রোনস’, হলিউডের ‘ফিউরিয়াস সেভেন’, ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টম্ব’ ও ‘ফিফটি শেডস অব গ্রে’ সিনেমার ভিজ্যুয়াল ইফেক্টস টিমেও কাজ করেছেন ওয়াহিদ।

সারাবাংলা/এজেডএস

ওয়াহিদ ইবনে রেজা স্পাইডারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর