মাহফুজুর রহমানের রান্নার অনুষ্ঠান শনিবার
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২১ ১৬:১৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ ১৬:২২
২৫ আগস্ট ২০২১ ১৬:১৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ ১৬:২২
গত কয়েক বছর ধরে একক সঙ্গীতানুষ্ঠান করে আলোচনায় থাকছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আলোচনা-সমালোচনা থাকলেও তিনি সেসবে খুব একটা ভ্রুক্ষেপ করেন না। তাকে এবার দেখা যাবে রান্না শেখাতে। অনুষ্ঠানের নাম ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’।
অনুষ্ঠানটি এটিএন বাংলার সাপ্তাহিক রান্নাবিষয়ক আয়োজন হিসেবে প্রচারিত হচ্ছে। ড. মাহফুজুর রহমানের পর্বটি প্রচারিত হবে আগামী শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি হিসেবে থাকছে মাহফুজুর রহমানের খালি গলার গান। তবে পুরো গান না, কেবল গানের অংশবিশেষ গেয়ে শোনাবেন তিনি।
সারাবাংলা/এজেডএস