Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘পদ্মাপুরাণ’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২১ ১৬:৩০

পদ্মানদীর অববাহিকায় থাকা মানুষগুলোর বর্তমান অবস্থা, তাদের মানসিকতা, আর্থিক অবস্থা এবং জীবনধারণ প্রক্রিয়া নিয়ে সিনেমা ‘পদ্মাপুরাণ’। পরিচালনা করেছেন রাশিদ পলাশ। এ বছরের জানুয়ারিতে সিনেমাটি দেশের স্কুল-কলেজ খুললেই মুক্তির পরিকল্পনা বলে জানিয়েছিলেন পরিচালক। তিনি তার কথা রাখতে যাচ্ছেন। সরকারের তরফ থেকে স্কুল কলেজ খোলার প্রস্তুতির ঘোষণার আসার পর পরিচালকও জানালেন তার ছবির মুক্তির তারিখ।

বিজ্ঞাপন

আগামী ৮ অক্টোবর ‘পদ্মাপুরাণ’ মুক্তি পাবে সারাদেশে। রাশিদ পলাশ চান, তার ছবিটি সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে।

সিনেমার গল্প রাশিদ পলাশের। গল্প সম্পর্কে ধারণা দিতে গিয়ে তিনি বলেন, ‘নদী কেন্দ্রিক জীবন এখন আর নেই। তাহলে সেখানে কী হয়েছে? আমরা দেখলাম সেখানে অভাব বেড়েছে, শিক্ষা নেই, নেই মানবিকতা। সবচেয়ে ভয়ানক হলো অপরাধমূলক কাজ বেড়ে গেছে। তাহলে কেমন আছে সেই কুবের, মালা, কপিলারা? আমার সিনেমার দর্শন মূলত এমন।’

‘পদ্মাপুরাণ’-এ শম্পা রেজা অভিনয় করছেন শিখন্ডী (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের প্রধানের চরিত্রে। আর চম্পা অভিনয় করছেন একজন মাদক ব্যবসায়ীর ভুমিকায়। ছবিতে আরও আছেন সাদিয়া মাহি, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, মারিয়া, প্রসূন আজাদসহ অনেকে।

সারাবাংলা/এজেডএস

পদ্মাপুরাণ রাশিদ পলাশ

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর