Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে তাসমীর ‘আড়ি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ আগস্ট ২০২১ ১৯:০৯

আসছে তাসমীর নতুন গান ‘আড়ি’। প্রোটিউনর ব্যানারে নির্মিত গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা। সুর করেছেন প্রসেনজিৎ ওঝা ও শোভন রায়। সংগীত পরিচালনায় শোভন রায়। পাশাপাশি মিউজিক ভিডিওটাও নির্মাণ করেছেন প্রোটিউন টিম।

এ গান সম্পর্কে প্রসেনজিৎ ওঝা জানালেন, “এটা মূলত রোমান্টিক গান, শ্রোতাদের কথা মাথায় রেখেই গানটি নির্মাণ করা হয়েছে। আর গানটিতে স্ক্রিনপ্লেতে আছেন নিলয় আলমগীর ও সালহা খানম নাদিয়া। গানটির ভিডিও নির্মাণ করেছে অ্যালেন টিটো। ভিডিওটাও বেশ যত্নের সঙ্গেই করা হয়েছে। গানটি প্রোটিউন-এর নির্মিত নাটক ‘বাইপোলার’-এও থাকবে। আমার প্রত্যাশা এই গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণ যোগ্যতাও পাবে।”

বিজ্ঞাপন

‘আড়ি’ গানটি সোমবার (২৩ আগস্ট) প্রকাশিত হচ্ছে প্রোটিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ষ্টুডিও প্রোটিউনবিডি’-তে।

সারাবাংলা/এএসজি

আসছে তাসমীর ‘আড়ি’ নিলয় আলমগীর প্রসেনজিৎ ওঝা প্রোটিউন শোভন রায় ষ্টুডিও প্রোটিউনবিডি সালহা খানম নাদিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর