পৃথিবীজুড়েই ব্যবসা করছে ‘রেডি প্লেয়ার ওয়ান’
২ এপ্রিল ২০১৮ ১৫:৫২
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
সারা দুনিয়ার মতো বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘রেডি প্লেয়ার ওয়ান’। জগৎ বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ নির্মাণ করেছেন ছবিটি। ভবিষ্যত দুনিয়ার কাল্পনিক রূপ নিয়ে একটি সাই-ফাই ঘরানার সিনেমা এটি। যেখানে মানুষ তাদের অধিকাংশ সময় কাটায় ভার্চুয়াল দুনিয়ায়। সিনেমার দর্শনগত বৈশিষ্ট হলো সুন্দর আগামীর।
বাংলাদেশে সিনেমাটি কেমন ব্যবসা করছে তার কোনো হিসাব না পাওয়া গেলেও, সারা দুনিয়ায় ছবিটির ব্যবসার খবর প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। সেখানে দেখা যাচ্ছে চারদিনে ছবিটি সবচেয়ে ভালো ব্যবসা করেছে চীনে। এশিয়ার এই দেশটিতেই ছবিটি মুক্তি পেয়েছে ১৮,২০০ হলে, চারদিনে আয় ছয় কোটি ডলার।
পৃথিবীর ৬২টি চলচ্চিত্র বাজারে মুক্তি পেয়েছে ছবিটি। দাবি করা হচ্ছে চার দিনে এই ৬২টি বাজার থেকে প্রযোজক পেয়েছেন ১২ কোটি ৮০ লাখ ডলার। যুক্তরাষ্ট্রে ছবিটির আয় ৫ কোটি ২৩ লাখ ডলার।
কোরিয়াতেও হয়েছে ছবিটির দুর্দান্ত সূচনা। সেখানে ১০৭৯টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটি তুলে ফেলেছে ৮১ লাখ, যুক্তরাজ্যের ১,২৫১টি হল থেকে ৭৩ লাখ, রাশিয়ার ২,৭৯৩ হল থেকে ৬১ লাখ এবং ৬০ লাখ ডলার তুলেছে ফ্রান্সের ৭১৯ প্রেক্ষাগৃহ থেকে।
‘রেডি প্লেয়ার ওয়ান’ আরও কিছু বাজারে বেশ ভালো ব্যবসা করছে। যার মধ্যে মেক্সিকোর ২০৮৩ হল থেকে ৪০ লাখ, স্পেনের ৫৭০ হল থেকে ৩১ লাখ, অস্ট্রেলিয়ার ৪৮০ প্রেক্ষাগৃহ থেকে ৩১ লাখ এবং ইতালির ৫৭০ স্ক্রিন থেকে ৩১ লাখ ডলার তুলে নিয়েছে ছবিটি।
সারাবাংলা/পিএ/টিএস