Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐশীর নতুন গান ‘মন নদী’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২১ ১৭:১৭

নতুন একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের মাঝে হাজির হয়েছেন এ প্রজন্মের গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। গানের শিরোনাম ‘মন নদি’।

গত ১৯ আগস্ট বিকেল ৫টায় গানটি প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল এম আর বেস্ট মিডিয়ায়।

গানের প্রথম কয়েক লাইন- কি তৈরী ভাসাইলিরে/ আমার মন নদীতে/ সুখের বৈঠা ছাড়া চলে না/ হাওয়া ভয় উল্টো হওয়া বৈঠাও নাই সাথে/ ভুল করিলো মন পাগলে/ আসল নকল চিনলো না/ তৈরী চলে না। গানের কথা লিখেছেন আব্দুল আওয়াল রিয়াজ।

গানটি সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও মিউজিক আয়োজন করেছেন কাউসার খান।

‘মন নদী’ গানটি প্রসঙ্গে ঐশী বলেন, গানটির কথা, সুর ও সংগীত অনেকটা ভিন্নধর্মী। এটি গাইতে আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। এদিকে ঈদের পর ফের গান নিয়ে এখন ব্যস্ত রয়েছেন ঐশী।

সারাবাংলা/এজেডএস

ঐশী মন নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর