Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আট বছর পর গাইলেন মুকুল

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২১ ১৬:৩৫

দেশের অন্যতম রেডিও জকি মুকুল। যাকে শ্রোতারা আরজে কুল মুকুল বলে চিনে। দীর্ঘ আট বছর পর নতুন একটি গান করলেন। গানের শিরোনাম ‘জিন্দেগী বন্দেগী’।

এ গানের কথা লিখেছেন যৌথভাবে খায়েম আহমেদ ও মোহসিন মেহেদী। লিড গিটার বাজিয়েছেন দেশের স্বনামধন্য গিটারিস্ট সেলিম হায়দার ও ভায়োলিন এ ছিলেন সেলিম। গানটির সুর ও সংগীত পরিচালনা করেন খায়েম আহমেদ।

‘জিন্দেগী বন্দেগী’ গানটি সবাই শুনতে পাবে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মুকুলস টি স্টল’-এ।

২০১৩ সালে মুকুলের একক এ্যালবাম ‘গানের মুকুল’ শ্রোতাদের কাছে খুব গ্রহনযোগ্যতা পায়।

আরজে মুকুল বর্তমানে ঢাকা এফএম ৯০.৪ এ প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে দশটা পর্যন্ত ‘মুকুল’স টি স্টল নামে একটি শো করেন। পাশাপাশি নানা রকম বিজ্ঞাপনে কন্ঠ দিয়ে থাকেন।

সারাবাংলা/এজেডএস

আর জে মুকুল জিন্দেগী বন্দেগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর