স্পর্শিয়া, নিরবকে নিয়ে ‘জলকিরণ’
১৯ আগস্ট ২০২১ ১৯:০৫ | আপডেট: ১৯ আগস্ট ২০২১ ১৯:২৪
পরিচালক এইচ আর হাবিব তার তৃতীয় ছবির ঘোষণা দিয়েছেন। ‘জলকিরণ’ নামের ছবিটি বৈজ্ঞানিক কল্পকাহিনি ঘরানার। এর ইংরেজি নাম ‘ওয়েট র্যাডিয়্যান্স’।
‘জলকিরণ’ বৈজ্ঞানিক কল্পকাহিনির ছবি হলেও এটি মূলত শিশুতোষ ছবি হবে। স্যাটায়ারের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরবেন পরিচালক। এমনটাই জানালেন হাবিব। পরিচালনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য লিখছেন এইচ আর হাবিব।
তিনি বলেন, ‘আমাদের ছবিটি প্রযোজনা করবে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান কে এফ বেঙ্গল আর এন্ড ডি। এটি নির্মিত হবে তিনটি ভাষায়- বাংলা, ইংরেজি ও স্প্যানিশ।’
ইতোমধ্যে ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অর্চিতা স্পর্শিয়া, নিরব, কাজী নওশাবা ও রাশেদ মামুন অপু। কথা চলছে আরমান পারভেজ মুরাদ ও মিশা সওদাগরের সঙ্গে।
আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানালেন পরিচালক। এ ছবির পোস্ট প্রোডাকশনের সুপারভাইজার হিসেবে থাকবেন মুশফিক রশিদ। হলিউডে কিংবা ভারতের মুম্বাইয়ে পোস্টের কাজ করা হবে বলে জানালেন হাবিব।
এদিকে দীর্ঘ প্রায় ৬ বছর পর সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে তার পরিচালিত দ্বিতীয় ছবি ‘ছিটমহল’। এটি খুব শিগগিরই চ্যানেল আইয়ে টেলিভিশন প্রিমিয়ার হবে।
এইচ আর হাবিব পরিচালিত প্রথম ছবি ছিলো ‘রূপগাওয়াল’। এটি মুক্তি পেয়েছিলো ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর।
সারাবাংলা/এজেডএস