Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসরে যাওয়া নিশ্চিত করলেন ক্যামেরন ডিয়াজ


২ এপ্রিল ২০১৮ ১৩:৩৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

১৯৯০ থেকে ২০০০। এই দশটা বছর হলিউড দেখেছে অভিনেত্রী ক্যামেরন ডিয়াজের ঝলক। পরিচালক ও প্রযোজকরা তাদের সিনেমার নায়িকা হিসেবে প্রথম যে কয়জন অভিনেত্রীর কথা ভাবতেন, তার মধ্যে ডিয়াজ একজন। সেসময় তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা হয় ব্যবসা সফল। যার মধ্যে ‘দেয়ার্স সামথিং অ্যাবাউট মেরি’, ‘চার্লিস অ্যাঞ্জেলস’, ‘মাই সিস্টার’স কিপার’, ‘শ্রেক’ অন্যতম।

দর্শকপ্রিয় এই অভিনেত্রী ভক্তদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছেন। অভিনয় থেকে অবসর নিয়েছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি বলছে বিষয়টি  নিশ্চিত করেছেন ডিয়াজ নিজেই।

সম্প্রতি ডিয়াজের বন্ধু ও অভিনেত্রী সেলমা ব্লেয়ার খবরটি প্রকাশ করেন। তিনি জানান ডিয়াজ অভিনয় থেকে অবসরে যাচ্ছেন। এখন থেকে তিনি তার পরিবারকে সময় দেবেন।

খবরটি অনেকদিন থেকেই উড়ছিল হলিউডে ও সংবাদের পাতায়। কিন্তু এবার খবরের সত্যতা জানালেন ‘দ্য মাস্ক’ খ্যাত অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ।

২০১৪ সালের পর বড়পর্দায় আর দেখা যায়নি ডিয়াজকে। ওই বছর মুক্তি পায় তার তিন সিনেমা ‘দ্য আদার ওম্যান’, ‘সেক্স টেপ’ ও ‘অ্যানি’। স্বাস্থ্য বিষয়ক দুটি বইও লিখেছেন ক্যামেরন ডিয়াজ।

সারাবাংলা/পিএ

 

 

 

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর