Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার মাস ধরে হাসপাতালে নায়ক ফারুক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ১৬:১৯

বাংলাদেশে ক্লাসিক চলচ্চিত্রের একচ্ছত্র অধিপতি বলা হয় তাকে। ভক্ত, অনুরাগীরা তাকে ডাকেন ‘মিয়া ভাই’। তার নাম আকবর হোসেন পাঠান দুলু। কিন্তু দেশের মানুষ তাকে নায়ক ফারুক হিসেবে চিনেন। বুধবার (১৮ আগস্ট) এ কিংবদন্তির জন্মদিন। এ বিশেষ দিনে তার সময় কাটছে হাসপাতালের বিছানায় শুয়ে। যদিও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর থেকে আলাদা করে জন্মদিন পালন করেন না।

গত ৪ মার্চ থেকে ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেধ হাসপাতালে চিকিৎসাধীন। রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণ এবং কিডনি ও মস্তিষ্ক জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর দুসপ্তাহের মতো কোনো জ্ঞান ছিলো না তার। এরপর থেকে জ্ঞান ফিরলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি এখনও।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহ্বানে ১৯৭১ সালে অস্ত্রে ঝাঁপিয়ে পড়েছিলেন ফারুক। এ বীর মুক্তিযোদ্ধা ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দার রঙিন জীবনে ফারুকের অত্মপ্রকাশ হয়। প্রথম ছবিতে তার বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে কবরী। এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় ‘আবার তোরা মানুষ হ’ ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’, এ দুটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

তার অভিনীত ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘সুজন সখী’, ‘লাঠিয়াল’, ‘সূর্যগ্রহণ’, ‘মাটির মায়া’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নাগরদোলা’, ‘দিন যায় কথা থাকে’, ‘কথা দিলাম’, ‘মাটির পুতুল’, ‘সাহেব’, ‘ছোট মা’, ‘এতিম’, ‘ঘরজামাই’, ‘মিয়া ভাই’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

চিত্রনায়ক ফারুক জন্মদিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর