Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ অসুস্থ দীপন, শুটিং বন্ধ অন্তর্জালের

আহমেদ জামান শিমুল
১৬ আগস্ট ২০২১ ১৬:০৭

পরিচালক দীপংকর দীপন নির্মাণ করছেন দেশের প্রথম সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’। ছবিটির শুটিং শুরু করেছিলেন গত ১১ আগস্ট থেকে। সবকিছু মোটামুটি ঠিকঠাক চলছিলো, কিন্তু বাধ সাধলো তার শরীর। ফলশ্রুতিতে বন্ধ করতে হয়েছে ‘অন্তর্জাল’-এর শুটিং।

সারাবাংলাকে শারীরিক অসুস্থতা ও শুটিং বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন দীপন নিজে।

তিনি বলেন, কদিন আগে সেটে পড়ে গিয়ে হাত কেটে গিয়েছিলো। ওটায় ইনফেকশন হয়ে যাচ্ছিলো। শনিবার (১৪ আগস্ট) রাতে ইবনে সিনায় গিয়ে ড্রেসিং করিয়েছি। রাতে বাসায় যখন আসি শরীর অনেক ক্লান্ত ছিলো, ফলে সোফায় ঘুমিয়ে পড়ি। পরদিন শরীর বেঁকে বসলো। ডিহাইড্রেশন থেকে কিডনিতে অনেক বেশি ব্যাথা শুরু হলো। ইউরিন, স্টুল সব ইনফেকশন হয়ে গেল। রাতের খাবের সঙ্গে বোধ হয় বিষাক্ত জার্ম ঢুকেছিলো। প্রচন্ড গ্যাসে পেট ফুলে গেলো। শুরু হলো কোমর ব্যাথা। কাটা মুরগীর মতো ছটফট করচ্ছিলাম। শেষ পর্যন্ত একজন ডাক্তার দেবদূত হয়ে আসলেন।

পরবর্তীতে ডাক্তারের পরামর্শে তিনি হাসপাতালে যান। সেখান থেকে বার ভর্তি হতে বললেও ভর্তি হননি করোনা পরিস্থিতির কারণে। তিনি বলেন, আমার পরিবারের কারো যেহেতু কোভিডের টিকা দেওয়া হয় নাই, তাই হাসপাতাল থেকে দূরে থাকার কথা ভাবলাম। কিন্তু বাসায় চলে এলাম। বাসায় ফিরে আবার যন্ত্রণা। সেই দেবদূত আবার এল বিকালে। এবারে কিছু, ছোটখাট কিন্তু টাটকা ঔষধ – ক্রমে ক্রমে ব্যাথাটা কমল। প্রপার সময়ে সে না ধরলে এ ধাক্কায় পুরো শূটটাই বাদ দিতে হতো। ঝড় তো বয়ে গেলে শরীর দিয়ে। সেই রেশ আছে, দাঁড়াতে পারছি না। ভাগ্যিস পুরো বিষয় শরীর কাঁপার পরেও প্রেশারটা গড়বড় করেনি- নয়তো এখন আইসিইউতে থাকতে হতো।

বিজ্ঞাপন

এটা কোভিড-১৯ এর কারণে হয়েছে বলে মনে করছেন দীপন। কখনো পরীক্ষা না করালেও তার ধারণা কোনো না কোনো একসময় তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন।

রোববার (১৫ আগস্ট) থেকে আপাতত তিনদিনের জন্য শুটিং বন্ধ রেখেছেন। আশা করছেন সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরতে পারবেন।

‘অন্তর্জাল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, বিদ্যা সিনহা মিম ও এবিএম সুমন।

গত ২৬ ফেব্রুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবিটির ঘোষণা দেন। ‘অন্তর্জাল’ ছবিটির গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

সারাবাংলা/এজেডএস

অন্তর্জাল অসুস্থতা দীপংকর দীপন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর