Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অকালে চলে গেলেন সাজ্জাদ সনি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২১ ১৪:৫৬

মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মারা গিয়েছেন নাট্যনির্মাতা সাজ্জাদ সনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৩৭ বছর। তিনি টেলিভিশন নাটক পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর অর্থ সম্পাদক ছিলেন।

শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে সাজ্জাদ সনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুটি হাসপাতাল পরিবর্তন করে তাকে নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৫ আগস্ট রাত আড়াইটার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত্যুকালে সাজ্জাদ সনি মা, এক ভাই, এক বোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অবিবাহিত।

রোববার (১৫ অগাস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সাজ্জাদ সনির মরদেহ রাখা হয়েছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। বেলা ১২টায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে সাজ্জাদ সনির নিজ এলাকা নিকুঞ্জ ২, (খিলক্ষেত)-এর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর দ্বিতীয় জানাজা শেষে বনানী গোরস্থানে তাকে দাফন করা রয়েছে।

সারাবাংলা/এজেডএস

সাজ্জাদ সনি