Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্ডিয়ান আইডল ১২: যৌথ বিজেতা অরুণিতা-পবনদীপ!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ আগস্ট ২০২১ ১৭:৪৭ | আপডেট: ১৪ আগস্ট ২০২১ ২০:৫৩

ভারতীয় একটি হিন্দি টিভি চ্যানেলে অনুষ্ঠিত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’ নিয়ে হাজারো প্রশ্ন এবং বিতর্ক থাকলেও অনুষ্ঠানের প্রতিযোগী অরুণিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজনের গায়কী নিয়ে মোটামুটি সবাই একমত। এই গায়কের গানে মুগ্ধ হয়েছেন শোয়ে উপস্থিত বলিউড ব্যক্তিত্ব থেকে শুরু করে টিভি সেটের সামনে বসা দর্শকেরাও। এবার শোনা যাচ্ছে এই দুইজনই হবেন ‘ইন্ডিয়ান আইডল ১২’-র যৌথ বিজেতা।

বিজ্ঞাপন
‘ইন্ডিয়ান আইডল ১২’ প্রতিযোগী পবনদীপ রাজন

‘ইন্ডিয়ান আইডল ১২’ প্রতিযোগী পবনদীপ রাজন

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সব থেকে ধামাকেদার গ্র্যান্ড ফাইনাল দেখতে চলেছে ‘ইন্ডিয়ান আইডল ১২’-র ভক্তরা। নির্মাতাদের সুত্রে জানা গেছে, এই প্রথমবার কোন রিয়েলিটি শো-র ফাইনাল হবে ১২ ঘণ্টা ধরে। সেইসাথে এবারের সিজনে থাকবে যৌথ বিজেতা। তারা হলেন পশ্চিমবাংলার অরুণিতা কাঞ্জিলাল আর উত্তরাখণ্ডের পবনদীপ রাজন। শুরু থেকেই অরুণিতা আর পবনদীপের প্রেমের গল্প চোখ টেনেছে দর্শকের। তাদের জুটি এতটাই সকলের মনে ধরেছে যে হিমেশের সুরে দু’টি গানে এরমধ্যে প্লেব্যাকও করে ফেলেছেন তারা।

বিজ্ঞাপন
‘ইন্ডিয়ান আইডল ১২’ প্রতিযোগী অরুণিতা কাঞ্জিলাল

‘ইন্ডিয়ান আইডল ১২’ প্রতিযোগী অরুণিতা কাঞ্জিলাল

সত্যিই কি পবনদীপ আর অরুণিতার হাতে উঠবে ট্রফি? যদিও বিজেতা কে হবে, তা নিয়ে ভাবতে একেবারেই রাজি নন অরুণিতা ও পবনদীপ। বরং, বেশ রিল্যাক্স মুডেই আছেন সকলে। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে অরুণিতা জানিয়েছেন, ‘আমরা যে এতদূর এসছি, দর্শকদের এত ভালোবাসা পেয়েছি, বিচারকদের প্রশংসা পেয়েছি এটাই তো আমাদের জন্য অনেক। যেই জিতুক, সে অবশ্যই সেটার যোগ্য। আমার মনে হয় একজন বিজেতার নাম ঘোষণা করে, তার হাতে ট্রফি তুলে দেওয়া একটা ফরমালিটি মাত্র।’

ইন্ডিয়ান আইডল ১২: যৌথ বিজেতা অরুণিতা ও পবনদীপ!

ইন্ডিয়ান আইডল ১২: যৌথ বিজেতা অরুণিতা ও পবনদীপ!

অরুণিতাকে কিছুটা সমর্থন করে পবনদীপ জানান, ‘আমিও এখানে শিখতে এসেছিলাম। তাই জিততেই হবে, এমনটা ভাবছি না’। আর দু’জন বিজেতার কথা শুনে বেশ অবাক হলেন তারা! যদিও পবনদীপ মজার ছলে উত্তর দিলেন, ‘ইন্ডিয়ান আইডলের ইতিহাসে তেমনটা হয়েছে বলে শুনিনি। তবে এবার তো ১২ ঘণ্টার এপিসোড দেখিয়ে এমনিতেই ইতিহাস গড়তে চলেছি আমরা। আর তারওপর বিচারক আর নির্মাতারা যদি দু’জনের হাতে যৌথভাবে ট্রফি তুলে দেওয়ার কথা ভাবেন, তাহলে তো সেটা আরও বড় ইতিহাস তৈরি করবে।’

সারাবাংলা/এএসজি

অরুণিতা ইন্ডিয়ান আইডল ১২ ইন্ডিয়ান আইডল ১২: যৌথ বিজেতা অরুণিতা ও পবনদীপ! পবনদীপ রাজন