Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরলো যশ মুধমিতা জুটি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ আগস্ট ২০২১ ১৭:১৮

যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকারের প্রেম একসময় কলকাতার ইন্ডাস্ট্রির সবার মুখে মুখে ছিলো। এখন দুজনের পথ দুদিকে। যশের সঙ্গে তো নুসরাত জাহানের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা। এত ঘটনার মাঝেও কি পুরোনো মানুষটার সঙ্গে আবার কথা বলা যায়, কাজ করা যায়। পশ্চিমা সংস্কৃতিতে খুব স্বাভাবিক ঘটনা হলেও ভারতীয় সংস্কৃতিতে খুব একটা এরকমটা দেখা যায় না। তবে ঘটনা হচ্ছে তারা যশ ও মধুমিতা একসঙ্গে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন।

বিজ্ঞাপন

ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ‘ও মন রে’ গানের ভিডিওতে জুটি হিসেবে প্রত্যাবর্তন ঘটল তাদের। উত্তেজিত দর্শক ও অনুরাগীরা। মাঝে মধ্যেই দুই শিল্পী নিজেদের প্রেমের মুহূর্তগুলি তুলে ধরেন নেটমাধ্যমে। আগামী ১৫ অগস্ট মুক্তি পাবে বহু প্রতিক্ষিত গানের ভিডিও।

এ ভিডিওয়ের পর অনেকে বলছেন তাদের পুরোনো জুটি আবার নিয়মিত একসঙ্গে কাজ করবেন। হয়তো তাদের মধ্যকার পুরোনা প্রেম ফিরবে। অবশ্য প্রেম ফিরে আসার খুব একটা সম্ভাবনা না থাকলেও তারা আরও একসঙ্গে কাজ করবেন বলে জানা গেছে।

সারাবাংলা/এজেডএস

মধুমিতা যশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর