Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা পজিটিভ সাইমন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ২২:৩৭

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা সাইমন সাদিকের করোনা পজিটিভ। সোমবার (৮ আগস্ট) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এর আগে তার মা করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি বর্তমানে সুস্থ হয়ে বাসায় রয়েছেন।

সাইমন জানান, বেশ কয়েকদিন ধরে জ্বর ছিলো শরীরে। ভেবেছিলেন ঋতু পরিবর্তনের কারণে হয়তো এমনটা হয়েছে। একই সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যাথা, দুর্বলতা ও ডায়ারিয়া দেখা দেওয়ায় পরীক্ষা করান। তিনি বলেন, আমার মায়ের যখন করোনা পজিটিভ ছিলো তখন তার কাছে শুনেছিলাম তিনি নাকি খাবারের স্বাদ, ঘ্রাণ কিছু পান না। আমরাও একই অবস্থা হয়েছে। কিছুই খেতে ইচ্ছে করছে না।

বিজ্ঞাপন

ডাক্তারের পরামর্শে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। তবে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে দুই ছেলের জন্য। সাইমন বলেন, ‘আমি করোনাকে খুব একটা ভয় পাচ্ছি না। কিন্তু দুই ছেলে যখন দরজার পাশে এসে বাবা বাবা বলে কাঁদে, তখন নিজের কাছে খুবই কষ্ট লাগে। দুই ছেলে আমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় থাকত। সারাক্ষণ সন্তানদের কান্নাকাটি শুনে খুবই কষ্ট হচ্ছে। বাসায় থেকেও সন্তানদের কাছ থেকে দূরে থাকার কষ্টটা মানা যায় না।’

সারাবাংলা/এজেডএস

করোনা পজিটিভ সাইমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর