‘এই অশান্ত সময়ে দাঁড়িয়ে মারীচ একটি অশান্তির অ্যালবাম’
৯ আগস্ট ২০২১ ২১:১৬ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ২১:২৮
সুখে শান্তিতে বসবাস করছিল তড়কা-সুন্দ দম্পতি। তাদের একমাত্র পুত্র মারীচ। ঋষি অগ্যস্তের শাপে সেই সুন্দ যখন মারা যান, মারীচ তখন বালক। সন্তানকে নিয়ে ক্রুদ্ধ তড়কা তখন অগ্যস্তকে আক্রমণ করলে তারই শাপে মা-ছেলে পরিণত হন ভয়ংকর রাক্ষসে। বিশ্বামিত্রের নির্দেশে সেই তড়কাকে বধ করেন রামচন্দ্র। মারীচকে অবশ্য বালক বিবেচনায় বধ করেননি রামচন্দ্র, ভয়ংকর এক শরাঘাতে তাকে নিক্ষেপ করেন শত যোজন দূরে, সমুদ্রে।
শরাঘাতে ভীত মারীচ তখন লঙ্কায় পালিয়ে যান। পরে রাম যখন পিতৃসত্য পালনের জন্য বনবাসে যান, তখন দেখা দেন পূর্ণবয়স্ক রাক্ষস মারীচ। দুই সহযোগী রাক্ষসকে নিয়ে মাতৃহত্যার প্রতিশোধ নিতে উদ্যত হয়েছিলেন মারীচ। কিন্তু রাম যেই মুহূর্তে ধনুকে কালান্তক তিনটি বাণ যোজনা করলেন— ফের শৈশবের স্মৃতি মনে পড়লে পালিয়ে যান মারীচ। এবারে সন্ন্যাস নিয়ে তপস্বীর জীবন কাটাতে থাকেন। শেষ পর্যন্ত রাবণের আদেশে বাধ্য হন মায়ামৃগের বেশ নিয়ে সীতাকে প্রলুব্ধ করতে। শেষ পর্যন্ত শরসন্ধানের শিকার হয়ে প্রাণত্যাগ করতে হয় মারীচকে। রাক্ষস হিসেবে জন্ম না নিলেও মৃত্যুকালে শেষ পর্যন্ত রাক্ষসের বিকট মূর্তিই বেরিয়ে আসে শ্রী রামচন্দ্রের সামনে।
রামায়ণের পাঠ পেরিয়ে সেই ‘মারীচ’কে ফের ফিরিয়ে আনলেন ইউসুফ সাকী ব্যানার্জী। রাক্ষস, তপস্বী আর মায়ামৃগের যে মারীচ— যে মারীচ ভালো আর মন্দের সরলরেখার বাইরের এক চরিত্র, গানে গানে সেই মারীচই যেন ফিরে এলো ইউসুফ সাকীর হাত ধরে। পশ্চিমবঙ্গের বাংলা রক লিজেন্ডদের নিয়ে যে সুপারগ্রুপ তৈরি করেছেন তিনি, তাদের প্রথম অ্যালবামের নামই যে ‘মারীচ’।
আগামীকাল মঙ্গলবার (১০ আগস্ট) দেখা মিলবে এই ‘মারীচ’ অ্যালবামের, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে। সারাবাংলা ডটনেটের সঙ্গে ভিডিও আলাপে ‘মারীচ’ অ্যালবামের আদ্যপান্ত জানালেন ইউসুফ সাকী ব্যানার্জী। বললেন, চার গানের এই অ্যালবামের প্রথম গান ‘নিল ডাউন’ মুক্তি পাচ্ছে মঙ্গলবার। অ্যালবামের বাকি তিনটি গানের শিরোনাম— ‘আত্মহত্যার গান’, ‘পারভিন সুলতানা’ ও ‘মারীচ’।
এর আগে ‘সন্ধ্যে নামার আগে’, ‘আবার জন্ম নেব’র মতো প্রবল জনপ্রিয় সব গান বানিয়েছেন সাকী। ক্যাকটাসের সাবেক গীতিকার-সুরকার-গায়ক এই সাকী এবারে তার সুপারগ্রুপে যুক্ত করেছেন মহিনের ঘোড়াগুলির গৌতম চট্টোপাধ্যায়ের পুত্র লক্ষ্মীছাড়ার গাবু, ক্যাকটাসের বুটি, কেন্দ্রাকার বাম্পী এবং সিক্সথভেদা’র শুভ্রকে। তবে ‘মারীচ’ অ্যালবামটি প্রচলিত মেলোডির ধারণার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গড়ে তোলা— এমনটিই বলছেন সাকী। শুধু তাই নয়, একে তিনি বলছেন ‘অশান্তির অ্যালবাম’!
সাকী বলেন, ‘এই গানগুলোর তথাকথিত শ্রুতিমধুরতা নেই। গানগুলোর মেলোডি অনেক কঠিন বা হার্ড। এই গান আপনার কানকে আরাম দেবে না, বরং ডিসটার্ব করবে।’
এরকম গান ছয়টি বানিয়েছিলেন সাকী। এর মধ্যে দুইটি গান ‘জাতিস্মর’ সিনেমার জন্য দিয়ে দিয়েছিলেন। বাকি চারটি গান দিয়েই ডিজাইন করেছেন ‘মারীচ’ অ্যালবামটি। সাকীর ভাষায়, “এরকম অশান্ত সময়ে, যখন এত মানুষ মারা যাছে, আমরা সবাই বেঁচে আছি নিজের জায়গায় দাঁড়িয়ে ব্যক্তিগত লড়াই করে, পরিবার দেখার আগে যেন নিজের বেঁচে থাকাটাই জরুরি হয়ে পড়েছে, মানবতা যখন চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি— এমন একটা সময়ে আমি মনে করি ‘মারীচ’ একমাত্র অশান্তিরই অ্যালবাম হতে পারে।”
অ্যালবামের চারটি গানের বৈশিষ্ট সম্পর্কে সাকী বললেন, “গানগুলো লেখা হয়েছে একেবারে ব্যক্তিগত জীবনের বিভিন্ন উপলব্ধি থেকে। সেইসঙ্গে বেশকিছু অপ্রীতিকর ঘটনা দেখা, শোনা ও অনুভব করা থেকেই ‘মারীচ’-এর এই চারটি গান।”
১০ আগস্ট (মঙ্গলবার) মুক্তি পাচ্ছে ‘মারীচ’ অ্যালবামের প্রথম গান ‘নিল ডাউন’। এই গানের ধরন সম্পর্কে জানতে চাইলে সাকী বললেন, “ছোটবেলায় আমাদেরকে বাড়ির বড়রা যেমন শাস্তি দিতেন— নিল ডাউন করে থাকো। নিল ডাউন মানে ঝুঁকে থাকা। আমাদের চারপাশে যা ঘটছে, সামাজিক যে পরিস্থিতি, তার মধ্যে কোথাও না কোথাও আমরা বাধ্য হচ্ছি ঝুঁকে যেতে। আমাদের প্রভাবিত করা হচ্ছে ঝুঁকে থাকতে। তা না হলে বিভিন্ন ক্ষেত্রে আমরা ভেঙে পড়ব, নতুবা আমাদের চেপে দেওয়া হবে। সেই জায়গা থেকেই ‘নিল ডাউন’। ‘তুমি বাতিল করতে পারো, আমাকে আজ অবধি/ যত যত্নে লেখা খসড়া/ ভুলে যেতে বলো তুমি’— এই চারটি লাইন দিয়েই ‘নিল ডাউন’ শুরু হচ্ছে। এটি একটি ঝুঁকে যাওয়ার গল্প বা গান।”
‘মারীচ’ অ্যালবামটি প্রযোজনা করছেন বাংলাদেশের ‘গেরিলা’, ‘আলফা’র মতো জনপ্রিয় চলচ্চিত্রের প্রযোজক এশা ইউসূফ। গানগুলো একে একে প্রকাশ পাবে ফেসবুক পেজ https://www.facebook.com/SudhuSaqi ও ইউটিউবের https://www.youtube.com/c/Saqi87 লিংকে।
সারাবাংলা/এএসজি/টিআর
‘মারীচ’ আত্মহত্যার গান আবার জন্ম নেব ইউটিউব ইউসুফ সাকী ব্যানার্জী এশা ইউসূফ কেন্দ্রাকা ক্যাকটাস ব্যান্ড টপ নিউজ নিল ডাউন পারভিন সুলতানা মহিনের ঘোড়াগুলি লক্ষ্মীছাড়া সন্ধ্যে নামার আগে সিক্সথভেদা