Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লিতে দেখানো হবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২১ ১৮:১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তারুণ্যে পা দেওয়া আগ পর্যন্ত জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান ও দীঘি। ছবিটি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রদর্শন করা হবে রোববার (৯ আগস্ট)।

শনিবার হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার ভারতের নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশন এক আলোচনা সভা আয়োজন করেছে। এ সভা শেষে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি দেখানো হবে।

বিজ্ঞাপন

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছবিটি সেন্সর বোর্ডে কয়েক দফা প্রদর্শনের পর মুক্তির অনুমতি পায়। প্রযোজনা করেছে স্টোরি স্প্ল্যাশ প্রোডাকশনের ব্যানারে পিংকি খান। ছবির পরিচালক সেলিম খান। উপদেষ্টা পরিচালক শামীম আহমেদ রনি।

সারাবাংলা/এজেডএস

টুঙ্গিপাড়ার মিয়া ভাই

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর