Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডে বাংলাদেশের ‘হলি আর্টিজান’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ আগস্ট ২০২১ ১৫:৫৫ | আপডেট: ৮ আগস্ট ২০২১ ১৮:৩৪

২০১৬ সালের ১ জুলাই। গুলশানের হলি আর্টিজান বেকারি ও রেস্টুরেন্ট। ওইদিন রাতে হঠাৎ-ই ভয়াবহ সন্ত্রাসী হামলা রেস্টুরেন্টটিতে। মুহুর্মুহু গুলিতে কেঁপে ওঠে পুরো গুলশান। ওই জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। রাতভর সন্ত্রাসী ও জঙ্গি হামলার পরদিন সকালে সেনাবাহিনীর ‘অপারেশন থান্ডারবোল্ট’ মাধ্যমে এর সমাপ্তি ঘটে। নিহত হয় হামলাকারী ৫ জঙ্গি। সেই ঘটনাই সিনেমার পর্দায় তুলে ধরবেন বলিউড নির্মাতা হনসল মেহেতা। তার পরবর্তী ছবির নাম ‘ফারাজ’। ২০১৬-এর বাংলাদেশের জঙ্গি হামলাকে ভিত্তি করেই সিনেমাটি তৈরি করতে চলেছেন তিনি।

বিজ্ঞাপন

‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত পরিচালক হনসল মেহেতা জানিয়েছেন, বিগত তিন বছর ধরে এই ছবি তৈরির সুপ্ত বাসনা তার মনে ছিল। ছবির জন্য একেবারে নতুন মুখ খুঁজেছেন তিনি। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করতে চলেছেন শশী কাপুরের নাতি জাহান কাপুর। একইসাথে অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালও ছবিতে অভিনয় করবেন।

ছবির প্রযোজনায় রয়েছেন ‘আর্টিকেল ১৫’ খ্যাত অনুভব সিনহা এবং ভূষণ কুমার। ইতিমধ্যে ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। পরিচালক হমসল মেহেতার কথায়, ‘হিংসার দাপটের মাঝেই মানবতার জয়। ৭/১৬ তে বাংলাদেশে যে জঙ্গি হানার ঘটনা ঘটেছিল তার আধারেই আমার পরবর্তী ছবি ফারাজ। অনুভব সিনহা এবং ভূষণ কুমারের সঙ্গে কাজ করব ভেবে দারুণ লাগছে।’ জুন মাস থেকে পুরোদমে চলছে ছবির শ্যুটিং।

সারাবাংলা/এএসজি

বলিউড ইন্ডাস্ট্রি বলিউড সিনেমা বলিউডে বাংলাদেশের ‘হলি আর্টিজান’ হনসল মেহেতা হলি আর্টিজান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর