Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীমনির শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত হচ্ছে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২১ ২৩:১৯

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চিত্রনায়িকা পরীমনির সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সমিতির কয়েকটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। এ ব্যাপারে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে  র‌্যাব।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনও সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করে কোনো কাজে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে।

এক্ষেত্রে পরীমনির বিরুদ্ধে মামলা হলে স্থগিতাদেশের মধ্যে পড়ার কথা পরীমনির। তবে আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হলে সদস্যপদ ফিরে পাবেন। যদি দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে আজীবনের জন্য পরীমনি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারাবেন।

সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, পরীমনির ব্যাপারে আমরা সিনিয়রদের সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবো। এরপর সংবাদ সম্মেলন করবো আমরা।

সারাবাংলা/এজেডএস

পরীমনি সদস্যপদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর