Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও সৈকতের সিনেমায় বুবলি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২১ ২২:১৪

পরিচালক সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিতে প্রথমবারের কতো অভিনয় করেছিলেন বুবলী। নিরবের বিপরীতে অভিনয় করা ছবিটি করোনাভাইরাসের চলমান মহামারীর কারণে মুক্তি আটকে আছে। তবে এর মধ্যেই সৈকত নাসিরের ‘তালাশ’-এ চুক্তিবদ্ধ হয়েছে বুবলি।

বুবলি জানিয়েছেন, তিনি ইতোমধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ছবির গল্প রোমান্টিক থ্রিলার ঘরানার। এতে বুবলির বিপরীতে অভিনয় করবেন চ্যানেল আই ফেয়ার এন্ড হ্যান্ডসাম প্রতিযোগীতার একে আজাদ আদর ও র‍্যাম্প মডেল আসিফ আহসান খান।

বিজ্ঞাপন

ছবিটি নিয়ে বুবলি বলেন, এর আগে সৈকত নাসিরের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুন ছিলো। আশা করছি এবারের অভিজ্ঞতাও ভালো হবে। দর্শকদেরও ভালো একটি ছবি উপহার দিতে পারবো।

সবকিছু ঠিক থাকলে লকডাউনের পরেই শুটিং শুরু হবে তালাশের। এর গল্প লিখেছেন সৈকত নাসির ও আসাদ জামান। সংলাপ আসাদ জামানের।

সারাবাংলা/এজেডএস

ক্যাসিনো তালাশ বুবলি সৈকত নাসির

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর