Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্রনাথের ছোটগল্পে নাটক ‘পয়লা নম্বর’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২১ ১৬:০৮

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার (৬ আগস্ট) রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘পয়লা নম্বর’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ফরিদুর রহমান। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রামিজ রাজু, গোলাম কিবরিয়া তানভীর, সাবরিনা শফি নিসা, হাসনাত রিপন, তন্ময় সোহেল, কাজী আল আমিন, ঐশ্বর্য বীরজান, বোরহান বাবু , মৃণাল দত্ত, উত্তম অধিকারী, সোহেল রহমান,আশরাফ কবির ও মনিরুজ্জামান মনি।

বিজ্ঞাপন

নাটকের গল্পে দেখা যাবে-অনিলা বাবার আদরের মেয়ে। বিমাতা ও ছোটভাই সরোজকে রেখে বাবার মৃত্যু হলেও স্বামীর ঘরে তার সুখ-স্বাচ্ছ্যন্দের অভাব ছিল না। অবশ্য স্বামী অদ্বৈত সারাক্ষণ নিজের পড়াশোনা ও বন্ধুদের নিয়ে আড্ডায় ব্যস্ত। সংসারের ভালো মন্দ, অভাব অভিযোগ কোনোকিছুতেই তার মন নেই। স্ত্রীর প্রতি রয়েছে তার সীমাহীন উদাসীনতা। একসময় পাশের বাড়ি অর্থাৎ গলির মোড়ের পয়লা নম্বর বাড়িতে এসে ওঠেন সুদর্শন তরুণ জমিদার সীতাংশু মৌলী। অনিলার প্রেমে পড়ে সীতাংশু তাকে একের পর এক চিঠি লেখেন। কিন্তু অনিলার দিক থেকে কোনো সাড়া মেলে না। অন্যদিকে অদ্বৈত তার শিষ্য-সাগরেদ নিয়ে শিল্প-সাহিত্যের আলোচনায় ব্যস্ত সময় কাটাতে থাকে। একদিন অদ্বৈতর জন্য একটি চিরকুট লিখে রেখে সংসার ছেড়ে চলে যায় অনিলা। একই দিনে ভ্রমণের উদ্দেশ্যে সীতাংশুও কোথায় যেন যাত্রা শুরু করে।

সারাবাংলা/এজেডএস

পয়লা নাম্বার বিটিভি রবীন্দ্রনাথ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর