‘বাবার জন্যই আমি কাজ পাচ্ছিনা’ দাবি কুমার শানুর ছেলে জানের
৩ আগস্ট ২০২১ ১৮:৩১
কিছুদিন আগে ছেলে জান কুমার শানুর করা এক বিতর্কিত মন্তব্যের কারণে ক্ষমা চেয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। রিয়ালিটি শো ‘বিগ বস’-এ ছেলে জান কুমার মারাঠিদের ভাবাবেগে আঘাত করায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তার মাধ্যমে সকলের কাছে ক্ষমা চাইতে হয় নয়ের দশকের এই মেলোডি কিংকে। এরপরও থেমে নেই বাবাকে নিয়ে ছেলের একের পর এক বিস্ফোরক মন্তব্য। বলিউড ইন্ডাস্ট্রিতে ‘স্বজনপ্রীতি’ বিতর্কে একেবারে উল্টো কথা শোনা গেল কুমার শানুর পুত্র জান কুমার শানুর মুখে। ‘বিগ বস’ খ্যাত জান কোনও রাখঢাক না করে জানিয়েছেন বাবার নাম কুমার শানু হওয়ায় তার কাজে সুবিধে হওয়ার বদলে অনেক বেশি অসুবিধে হয়েছে এবং হচ্ছে!
সম্প্রতি, ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জান সরাসরি বলেন যে বলিউডে বহু কাজ থেকে তাকে ছেঁটে ফেলা হয়েছে স্রেফ তার বাবার নাম কুমার শানু বলেই। একমাত্র ‘বিগ বস’-এ অংশগ্রহন করার পরেই দর্শকদের সঙ্গে ইন্ডাস্ট্রিতেও নিজস্ব একটি পরিচয় তৈরি করে তুলতে সক্ষম হয়েছেন তিনি। জানের কথায়, ‘বলিউডে অন্য কোনও নবাগতের তুলনায় বরং অনেক বেশি খাটতে হচ্ছে আমাকে সাফল্যের মুখ দেখার জন্য। তার অন্যতম কারণ আমার বাবার নাম কুমার শানু।’
সাধারণ মানুষ মনে করেন যে মুখে হয়ত ‘রুপোর চামচ’ নিয়ে জন্মেছেন তিনি। বিখ্যাত বাবার ছেলে হওয়ার কেরিয়ারের ক্ষেত্রেও সবরকম সুবিধে তিনি পাচ্ছেন, অথচ সত্যিটা তার সম্পূর্ণ বিপরীত বলে জানালেন শানু-পুত্র জান কুমার শানু। আরও বলেন, ‘ইন্ডাস্ট্রির অন্দরে বেশিরভাগ মানুষই মনে করেন আমি যখন কুমার শানুর ছেলে তখন নিশ্চয়ই চারপাশে অনেক বেশি সুবিধে পাচ্ছি। তাই যারা পাচ্ছেন না সেরকম নবাগত গায়কদের সুযোগ দেওয়া হোক। কেউ আমার সত্যিকারের পরিস্থিতিটা বুঝতেই পারছেন না। এমনও হয়েছে শানু-পুত্র হওয়াতে আমার গানটুকু পর্যন্ত না শুনে আমাকে ছেঁটে ফেলা হয়েছে! প্রায় সবারই ধারণা আমার হাতে প্রচুর কাজ। আদপে তা একেবারেই নয়।’
এর আগেও রিয়ালিটি শো ‘বিগ বস’-এ ‘স্বজনপ্রীতি’ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে সেখানেও জান কুমার জানান যে, তিনি তারকাপুত্র হিসেবে কোনও সুবিধে পাননি। তার মা-ই তাকে মানুষ করেছেন। গত ২৭ বছর পিতা-পুত্রের মধ্যে বিশেষ যোগাযোগ ছিল না। শানুও সে কথা মেনে নিয়ে বললেন, ‘ওর মা-ই ওকে মানুষ করেছে। আমার তাতে কোনও ভূমিকা ছিল না।’
জানও দাবি করেন, কেরিয়ার তৈরিতে কোনওরকম সাহায্য তিনি তার বাবার থেকে পাননি। আক্ষেপ নিয়ে বলেছিলেন, ‘কেন যে বাবা গায়ক হিসেবে আমার কেরিয়ারে একটু সাহায্য করলেন না, তার কারণ আমার কাছে আজও অজানা।’
সারাবাংলা/এএসজি