Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ বছর পেরিয়ে মৌসুমী-ওমর সানী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ আগস্ট ২০২১ ১৫:২০

বাংলাদেশের চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতিদের মধ্যে অন্যতম ওমর সানী-মৌসুমী। আজ থেকে ২৫ বছর আগে দু’জন ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় দুই সন্তান ফারদিন ও ফাইজাহ। বিবাহিত জীবনের ২৫ বছর অর্থাৎ রজত জয়ন্তী পেরিয়ে আজ ওমর সানী-মৌসুমী পা রাখছেন তাদের বিবাহিত জীবনের ২৬ বছরে।

প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘দেখতে দেখতে চোখের পলকে জীবন থেকে এতোটা বছর পেরিয়ে গেছে-ভাবলেই শিহরিত হই। আমার বাবার মৃত্যুর পর সানীই আমাদের পরিবারের একমাত্র অভিভাবক। আমাদের পুরো পরিবারটিকে আগলে রেখেছে সানী। সত্যিই সানীর মতো মানুষ জীবনে পাওয়া-এটা আল্লাহর বিশেষ রহমত। আর আমার দুই সন্তান আমার পৃথিবী। তাদের নিয়ে ভালো আছি-আলহামদুলিল্লাহ। বাকীটা জীবন সুখে-দু:খে আনন্দে একসঙ্গে কাটিয়ে দিতে চাই। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি।’

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সবমিলিয়ে আমাদের বেশ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমি আর মৌসুমী বেশ সুখে আছি সবমিলিয়ে। আমাদের দুই সন্তান ফারদিন, ফাইজাহ ওরা দু’জনেই আমাদের আদর্শে মানুষ হচ্ছে, এটাই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। আর আমি-মৌসুমী যেন সেই সুন্দর সময়টাই সারা জীবন উপভোগ করে যেতে পারি। সবার জন্য দোয়া চাই সকলের কাছে।’

উল্লেখ্য, ওমর সানী-মৌসুমী’র প্রথম সিনেমা ছিলো ‘দোলা’। এরপর তাদের দু’জনকে ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’, ‘স্নেহের বাঁধন’সহ আরো বেশকিছু সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয়ে দেখা যায় ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

২৫ বছর পেরিয়ে মৌসুমী-ওমর সানী ওমর সানী মৌসুমী মৌসুমী-ওমর সানী