Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঞ্জনার পর এবার পর্দায় বেলা বোস

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২১ ১৮:৪৫

অঞ্জন দত্তের বিখ্যাত গান ‘রঞ্জনা আমি আর আসবো না’। সে গানটি নিয়ে তিনি ছবি নির্মাণ করেছিলেন। যেটি মুক্তি পায় ২০১১ সালের ২৪ জুন। এবার তিনি আরেক বিখ্যাত গান ‘বেলা বোস’ কে নিয়ে ছবি বানাতে যাচ্ছেন।

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার জানাচ্ছে, তাদেরকে ‘রঞ্জনা আমি আর আসবো না’-এর প্রযোজক রানা সরকার খবরটি নিশ্চিত করেছেন। তবে এটি রঞ্জনা সিক্যুয়েল হচ্ছে না। এর নাম হচ্ছে ‘বেলা বোসের জন্য’।

রানা সরকার বলেন, ‘অঞ্জন দত্তের রঞ্জনা, বেলা বোস, ম্যারিয়ানকে নিয়ে সাধারণ মানুষ বরাবর কৌতূহলী। সেই কৌতূহল মেটাতেই এই আয়োজন। এখনও পর্যন্ত শুধু বিষয় বাছা হয়েছে। অঞ্জনদা চিত্রনাট্য লেখা শেষ করেছেন। এখনও অভিনয়শিল্পী নির্বাচন করা হয়নি।’

আগে অঞ্জনের রঞ্জনা হয়েছিলেন পার্নো মিত্র। এবারও কি তিনি থাকছেন? রানা সরকার জানাচ্ছেন, পার্নো এবার থাকতে পারেন, নাও পারেন।

বেলা বোসের নায়ক, যিনি বারবার ফোনে ডাক পাঠান, তিনি কে হবেন? প্রযোজকের কথা অনুযায়ী, আগের ছবির মতো এই ছবিতেও নায়ক নাও থাকতে পারেন। তবে অঞ্জন দত্ত থাকবেন।

ছবির গানের দায়িত্বে এ বারেও নীল দত্ত। নতুন গানের পাশাপাশি পুরনো গানও ব্যবহার করা হবে। তবে নতুন গান কারা গাইবেন এখনও ঠিক হয়নি।

সারাবাংলা/এজেডএস

অঞ্জন দত্ত বেলা বোস