আমেরিকায় বাংলাদেশের ৪ তরুণ নৃত্যশিল্পীর ‘চিরন্তন’
২৮ জুলাই ২০২১ ২০:১৮ | আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:১০
সুদূর উত্তর আমেরিকাতে অনুষ্ঠিত হতে চলেছে ‘১৮তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন’। বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস- বিপা’র আয়োজনে ৩০-৩১ জুলাই এবং ১ আগস্ট ৩ দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে ভার্চুয়াল মিডিয়াতে। আর এতে অংশ নিচ্ছে বাংলাদেশের নৃত্য জগতের তরুণ প্রজন্মের প্রতিভাবান চার নৃত্যশিল্পী- জুয়েইরিয়াহ মৌলি, আরিফুল ইসলাম অর্ণব, আনন্দিতা খান ও হাসান ইশতিয়াক ইমরান।
‘১৮তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন’-এ বাংলাদেশের নৃত্যদল ‘কাথ্যাকিয়া’র তত্ত্বাবধানে এই চার নৃত্যশিল্পী পরিবেশন করবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গীত এবং কাব্যের সমন্বয়ে নৃত্য প্রযোজনা ‘চিরন্তন’। এছাড়াও, এই সম্মেলন লায়লা হাসান, সৈয়দ হাসান ইমাম, কাবেরি দাশ, ঋতুরাজ বৈদ্যসহ বরেণ্য শিল্পীরা বাংলাদেশ, লন্ডন এবং উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যোগ দিয়ে তাদের পরিবেশনা উপস্থাপন করবেন।
এই আয়োজনে অংশগ্রহণ ও তাদের পরিবেশনা প্রসঙ্গে বাংলাদেশের নৃত্যদল ‘কাথ্যাকিয়া’ প্রধান এস, এম, হাসান ইশতিয়াক ইমরান সারাবাংলাকে বলেন, ‘জাতীয় কবির সৃষ্ট গীত ও কাব্যের বিশাল ভান্ডার থেকে কিছু কিছু নিয়ে তৈরী করেছি এই নৃত্যনির্মিতি। ভার্চুয়াল অনুষ্ঠানের কারনে স্বল্প আকারে নির্মান করা হয়েছে এই প্রযোজনাটি। বর্তমান এই মহামারী করোনার পরিস্থিতির মধ্যে বেশ সতর্কতার সাথে এবং সব নিয়মকানুন মেনে কাজ করতে হয়েছে। কাথ্যাকিয়ার সাথে এই প্রথম সুন্দর আয়োজনে সাথি হয়েছেন তরুন প্রজন্মের স্বনামধন্য নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার জুয়েরিয়াহ মৌলি, আরিফুল ইসলাম অর্নব ও আনন্দিতা খান। সম্পাদনায় ছিলেন কামরুল হাসান সাব্বির রবিন। সবাই নিজের ভেবে কাজটি করেছে। আমি আশা করছি দর্শকরা ভার্চুয়াল এই অনুষ্ঠানটি দেখে আনন্দ পাবে।’
আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাসান ইশতিয়াক ইমরান বললেন, ‘আমি নিজে সত্যি ভীষন খুশি এই কাজটি করতে পেরে। বিশেষ করে ১৮ তম নজরুল সন্মেলন ও আয়োজক বাংলাদেশ পারফরমিং অব আর্টস (বিপা)-এর সাথে বড় পরিসরে এটাই আমাদের প্রথম কাজ। আমি সত্যি খুব কৃতজ্ঞ এদের সবার প্রতি।’
সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে তার নৃত্যদল প্রসঙ্গে হাসান ইশতিয়াক ইমরান বললেন, “কাথ্যাকিয়া মূলত শাস্ত্রীয় নৃত্যের শুদ্ধ চর্চার পাশাপাশি সমসাময়িক ও লোক নৃত্য নিয়ে কাজ করে থাকে। এই প্রথম বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরনে নির্মিত ‘চিরন্তন’ দিয়ে যাত্রা শুরু করেছে নৃত্যনাট্যের কাজ। গত দুই বছর ধরে বিভিন্ন উৎসবের দিনগুলোতে ইউটিউব ও ফেসবুক পেইজে কভার করে আসছে কাথ্যাকিয়া।”
এই আয়োজন প্রসঙ্গে সম্মেলনের আহবায়ক এ্যানী ফেরদৌস বলেন, ‘আমি আশাবাদী যে এই সম্মেলন বিশ্বব্যাপী বাঙ্গালীদের সংযুক্ত করতে সক্ষম হবে। আপনারা চোখ রাখুন বিপা’র ফেসবুক অথবা ইউটিউবের পর্দায়।’
এই আয়োজনটি দেখতে চোখ রাখতে হবে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস- বিপা’র ফেসবুক পেইজ (facebook.com/bipainc) অথবা কাথ্যাকিয়া নৃত্যদলের ফেসবুক পেইজ (facebook.com/Katthakiya)-এ।
সারাবাংলা/এএসজি
আনন্দিতা খান আমেরিকায় নজরুল সম্মেলন আমেরিকায় নজরুল সম্মেলনে দেশের ৪ তরুণ নৃত্যশিল্পীর ‘চিরন্তন’ আরিফুল ইসলাম অর্ণব কাথ্যাকিয়া নৃত্যদল জুয়েইরিয়াহ মৌলি হাসান ইশতিয়াক ইমরান