Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারান্নুম আফরীনের ‘কাঙ্খের কলসী’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২১ ১৫:৩৩

এই ঈদে মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী ও কণ্ঠশিল্পী তারান্নুম আফরীনের নতুন মিউজিক ভিডিও ‘কাঙ্খের কলসী’। সুদীপ কুমার দীপের কথায় ফোক ফিউশনধর্মী গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত। আর গানটির সিনেম্যাটিক মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সুপ্ত ও এসকে তৃষ্ণা।

গানটি প্রসঙ্গে রাফাত বলেন, ‘দূর পরবাসে বিজ্ঞান নিয়ে পড়ে থাকেন। কিন্তু বাংলা গানের প্রতি তার অসম্ভব টান। তারান্নুম আফরীন আপুর ভয়েসে অন্যরকম একটা মেলোডি আছে। এই গানটিতে তাকে একেবারে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।’

বিজ্ঞাপন

অন্যদিকে তারান্নুম আফরীন বলেন, ‘আমি সাধারনত এ ধরনের গান করি না। দীপদার দারুন কথা আর রাফাত ভাইয়ের কম্পোজিশন আমাকে চমকে দিয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

‘কাঙ্খের কলসী’ গানটি মুক্তি পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এমআর বেস্ট মিডিয়ার ব্যানারে। দারুন সাড়া জাগানো গানটি এর মধ্যেই তিন লাখের বেশি ভিউ হয়েছে। এছাড়াও ঈদে সুরঞ্জলি থেকে মুক্তি পেয়েছে তারান্নুম আফরীন ও তরিক মৃধার দ্বৈত গান তোকে ভালোবাসি খুব।

এদিকে শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে স্নেহাশীষ ঘোষের কথা, ইমরানের সুর ও সংগীতে আসিফ আকবর ও তারান্নুম আফরীনের আরেকটি দ্বৈত গান।

সারাবাংলা/এজেডএস

কাঙ্খের কলসী তারান্নুম আফরীন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর