Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদকর্মীদের ঈদ উদযাপন নিয়ে স্বল্পদৈর্ঘ্য

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ১৬:১৩

দেশের অধিকাংশ মানুষ যখন প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে ব্যস্ত থাকে, ওই সময়ে সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত থাকে। সে সংবাদকর্মীদের নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য ‘অন এয়ার’। মামুনুর রশীদ রাজের গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন শেখ সাদী।

এতে মূল চরিত্রে অভিনয় করেছেন টেলিভিশন চ্যানেল জিটিভির সংবাদ উপস্থাপক মামুনুর রশীদ রাজ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মুজাহিদ শিমুল, ইভানা, শারমিন, বাপ্পী, ইফতি, অলি ও আরজে সাইমুর রহমান।

বিজ্ঞাপন

পরিচালক শেখ সাদী জানান, এতে ব্যক্তিজীবনের আবেগকে পাশ কাটিয়ে পেশাগত দায়িত্ব পালনে সদাব্যস্ত একজন সংবাদ উপস্থাপকের গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি, ভিন্নধর্মী গল্পটি দর্শকদের ভালো লাগবে।

‘অন এয়ার’ নিয়ে রাজ বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এটা আমার প্রথম কাজ। তবে আমার গল্পটাকে পরিচালক তার নির্মাণশৈলীতে ফুটিয়ে তুলতে নান্দনিকতার পরিচয় দিয়েছেন। এমনকি আমার গল্পটাকে বাস্তব রূপ দিতে নতুন হিসেবে আমাকে দিয়ে অভিনয়ের সাহস করেছেন, সেটা প্রশংসনীয়।

সারাবাংলা/এজেডএস

অন এয়ার সংবাদকর্মী

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর