Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার থেকে খুলবে দিল্লির সিনেমা হল

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ জুলাই ২০২১ ১৬:০৪

ভারতে করোনার দ্বিতীয় টেউ শুরু হওয়ার পর গত বছরের পর এবার আবার সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়। তবে টানা ২-৩ মাসের প্রচেষ্টায় দেশটির করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ মুহুর্তে সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লীর রাজ্য সরকার।

সোমবার দিল্লীর সকল সিনেমা হল অর্ধেক দর্শক নিয়ে চালু করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

সিনেমা হল মালিক, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকরা দিল্লি সরকারের এ সিদ্ধান্তে খুশি হয়েছে। মহারাষ্ট্রের চলচ্চিত্র পরিবেশক অক্ষয় রাঠি এই প্রসঙ্গে বলেছেন, ‘ দিল্লি সরকারের পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার সিদ্ধান্তের প্রশংসা জানাই। আশা করছি মহারাষ্ট্রেও খুলবে। পুরো দেশেই চলচ্চিত্রের চাকা হয়তো আবার ঘোরা শুরু করবে।’

বিহারের স্বনামধন্য চলচ্চিত্র পরিবেশক কিষাণ দামানি বলেছেন, ‘ইন্ডাস্ট্রির জন্য ভালো খবর। মুম্বাই যদি আগস্টে খুলে দেয়, তাহলে থিয়েটারে প্রাণ ফিরবে। অক্ষয় কুমারের বেল বটম মুক্তি দেয়া যাবে ১৫ আগস্ট।’

প্রযোজক এবং ফিল্ম বিজনেস বিশেষজ্ঞ গিরিশ জোহার বলেছেন, ‘খুবই ইতিবাচক সিদ্ধান্ত। আত্মবিশ্বাস এবং মনোবল ফিরবে সবার। এখন মহারাষ্ট্র সিদ্ধান্তের অপেক্ষায় আছে। আশা করছি শিগগির খুলবে। সিনেমা ব্যবসার জন্য সবুজ সংকেত এটি।’

সারাবাংলা/এজেডএস

দিল্লী সিনেমা হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর