Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতীতের দারিদ্র্যকে ঘৃণা করতেন বলেই কি অবৈধ টাকার নেশায় রাজ?

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ জুলাই ২০২১ ১৯:১৩

‘আমি টাকা খরচ করার সময় একটুও ভাবি না। যে দারিদ্র্য দেখেছি, যে কষ্ট সহ্য করেছি, সেটা ভুলতেই দু’হাতে রোজগার করি, দু’হাতে উড়িয়ে দিই! আমি দারিদ্র্যকে ঘৃণা করি। বড়লোক থেকে আরও বড়লোক হতে চাই!’ এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে এমনটাই জানিয়েছিলেন বলিউড ইন্ডাস্ট্রিতে পর্ন ছবি বানোনোর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ব্যবসায়ী ও বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গত ১৯ জুলাই ভারতের মুম্বাই পুলিশের গ্রেফতার হয়েছেন তিনি। আর তারপর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

বিজ্ঞাপন

যে রাজ কুন্দ্রা নামকরা এক ব্যবসায়ী, বিলাসবহুল বাড়ির বাসিন্দা, বলিউডের সুন্দরী অভিনেত্রী স্ত্রী, স্বপ্নের মতো জীবনের অধিকারী, সেই রাজ কুন্দ্রার ছোটবেলা কিন্তু কেটেছে অভাব অনটনে। শৈশবের সেই অভাবের দিনগুলোর জন্যই কি আজ এই হাল রাজের? দ্রুত বড়লোক হওয়ার জন্যই কি পর্ন ছবি তৈরির ব্যবসায় পা রাখা?

রাজ কুন্দ্রা

রাজ কুন্দ্রা

এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা নিজেই জানিয়ে ছিলেন তার ছোটবেলার অভাব অনটনের কথা। রাজ জানিয়ে ছিলেন, তার বাবা ছিলেন বাস কন্ডাকটর আর মা কাজ করতেন কারখানায়। কোনমতে সংসার চলত। আঠারো বছর বয়সে কলেজ ছাড়ার পর থেকে রোজগার শুরু করেন রাজ। নিজের খরচ নিজেই চালাতেন। যৌবনে পা রাখার সঙ্গে সঙ্গে নানা সময় নানা ব্যবসার সঙ্গে যুক্ত হন। চাকরিও করেছেন। তবে তা বেশিদিন নয়। ব্যবসা করার ঝোঁক ছিল প্রথম থেকেই। নেপাল থেকে শাল এনে লন্ডনে রপ্তানি করতেন রাজ কুন্দ্রা। এই ব্যবসাই তাকে উচ্চতায় পৌঁছে দেয়। এরপর বিনোদন জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়েন রাজ। শিল্পার আগে আরেকটি বিয়েও করেছিলেন রাজ কুন্দ্রা। প্রাক্তন স্ত্রীর নাম কবিতা। প্রথম পক্ষে একটি মেয়েও আছে রাজের। কবিতাকে ডিভোর্স দিয়েই অভিনেত্রী শিল্পা শেঠিকে বিয়ে করেন তিনি।

অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা

অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, এই পর্ন কাণ্ডে গ্রেফতার আটকাতে নাকি মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখাকে ২৫ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন রাজ কুন্দ্রা। তদন্তে নামার পর গোয়েন্দাদের হাতে উঠে এসেছে এমনই তথ্য। ইতিমধ্যেই তদন্তে নেমে মোট ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছে মুম্বাই পুলিশ। এই অ্যাকাউন্ট গুলিতে রাজের মোট সাড়ে ৭ কোটি টাকা জমা ছিল।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া প্রথম থেকেই অ্যাক্টিভ ছিলেন রাজ। স্ত্রী শিল্পাকে সঙ্গে নিয়ে টিকটক ভিডিও করতেন। যা কিনা ভাইরালও হয়েছিল। আপাতদৃষ্টিতে রাজ-শিল্পার সংসার ছিল সুখের। তবে অনেকে মনে করছেন বরাবরই টাকার পিছনে ছুটতেন রাজ। টাকার নেশায় বুঁদ থাকার জন্যই নাকি আজ এই পরিণতি রাজ কুন্দ্রার। প্রবাদে আছে, অভাবে স্বভাব নষ্ট! সবার ক্ষেত্রে এ বিষয় না খাটলেও, অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে যেন একেবারেই মিলে যায় এই প্রবাদ।

সারাবাংলা/এএসজি

অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা রাজ কুন্দ্রা রাজ কুন্দ্রার পর্ন কাণ্ড শিল্পা শেঠি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর