‘ক্রিকেট ম্যানিয়া’য় ‘বিজলি ২’ নির্মাণের ঘোষণা দিলেন ববি
২৪ জুলাই ২০২১ ১৩:৫২ | আপডেট: ২৪ জুলাই ২০২১ ১৩:৫৩
জিটিভি ব্রেক ফ্রী ঈদ আয়োজন করে দর্শকদের জন্য নিরবিচ্ছিন্ন বিনোদনের দৃষ্টান্ত তৈরী করেছে বেশ আগে থেকেই। সেই ধারাবাহিকতায় যোগ হয়েছে নতুন নতুন জনপ্রিয় সব সিনেমা। এ উপলক্ষ্যে জি-টিভির ব্লকবাস্টার মুভিজে ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ১০ মিনিটে টিভি প্রিমিয়ারে দেখানো হবে ইয়ামিন হক ববি, রানভির (ভারত), শতাব্দী রায় (ভারত) অভিনীত বিজলী সিনেমাটি।
এই সিনেমার প্রচারণার জন্য দর্শক নন্দিত ক্রিকেট শো ক্রিকেট ম্যানিয়াতে সরাসরি উপস্থিত হয়ে সিনেমাটির টেলিভিশন প্রিমিয়ারের ঘোষণা দেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ববি। সেই সাথে আরো ঘোষণা করলেন বিজলী ২ নির্মাণের।
একজন সাধারণ মানুষের অসাধারণ সুপারপাওয়ার এবং তাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে গড়ে উঠেছে ‘বিজলী’র কাহিনী। এটি বাংলাদেশের প্রথম সুপারওম্যান ছবি।
‘বিজলী’র কাহিনী বর্তমান সময়কে ঘিরেই গড়ে উঠেছে, যার সূত্রপাত ঘটে প্রায় ২০ বছর আগে একটি ষড়যন্ত্রের কারণে। বাংলাদেশ, ভারত, থ্যাইল্যান্ড ও আইসল্যান্ডের অনেক রেয়ার লোকেশনে এ ছবির দৃশ্য ধারণ করা হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।
সারাবাংলা/এজেডএস