হাজতে স্বামী, জোড় হাতে শিল্পার কাতর আর্জি
২৪ জুলাই ২০২১ ১২:২১ | আপডেট: ২৪ জুলাই ২০২১ ১৩:০৪
পর্ন ফিল্ম তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগে রাজ কুন্দ্রার গ্রেফতারের পর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। শোনা যাচ্ছে, মুম্বাই পুলিশের সন্দেহের নজরে রয়েছেন এই অভিনেত্রী। বলা যায়, রাজ কুন্দ্রা এমন এক কাণ্ডে স্ত্রী শিল্পা শেঠিকে নিয়ে চলছে টানা হ্যাঁচড়া। শিল্পা এখন নিজের বাড়ি ছেড়ে বোনের বাড়িতে গিয়ে উঠেছেন। এই মুহুর্তে শিল্পার হাতে সিনেমা তো প্রায় নেই, এর মধ্যে ‘হাঙ্গামা টু’ ছবি দিয়ে দীর্ঘ সাত বছর পর ছবির জগতে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু শিল্পার ব্যক্তিগত জীবনে নেমে আসা বিতর্কের আগুনে যেন পুড়ে ছারখার তার সেই স্বপ্ন। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেল ‘হাঙ্গামা টু’। এই ছবির সঙ্গে দীর্ঘ সময় পর ছবির জগতে কামব্যাক করলেন শিল্পা। কিন্তু এই ফিরে আসাটা মোটেই সুখকর হল না অভিনেত্রীর কাছে।
একটা ছবি তৈরির পিছনে বহু মানুষের পরিশ্রম থাকে। কাস্ট থেকে শুরু করে পর্দার পিছনের নেপথ্যের নায়করা, একটা ছবি তৈরির জন্য অঢেল টাকা ঢালেন প্রযোজকরা। ছবির ব্যবসার সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে প্রযোজকদের স্বার্থ, সে কথা অস্বীকার করবার কোনও জায়গা নেই। শিল্পার ব্যক্তিগত জীবনে নেমে আসা বিতর্কের আগুনে যেন পুড়ে ছারখার না হয়ে যায় ‘হাঙ্গামা টু’ সেই নিয়ে সচেতন এই অভিনেত্রী। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে জানালেন কাতর আর্জি।
এদিন টুইট বার্তায় শিল্পা জানান, ‘আমি যোগে বিশ্বাস করি এবং অনুশীলন করি, যোগশাস্ত্রে বলা হয়, জীবনের একমাত্র উপস্থিতি হচ্ছে বর্তমানে। হাঙ্গামা ২ একটা গোটা টিমের অক্লান্ত পরিশ্রমের ফসল, তারা সকলে মিলে অসম্ভব খেটে এই ছবিটা বানিয়েছে এবং এই ছবিটার সমস্যায় পড়া উচিত নয়।’
দর্শকদের উদ্দেশ্যে কাতর আর্জি জানিয়ে শিল্পা লিখলেন, ‘আমি সকলের কাছে জোড় হাতে আবেদন জানাচ্ছি, এই ছবির সঙ্গে যুক্ত প্রতিটা মানুষের স্বার্থে, পরিবারের সঙ্গে বসে হাঙ্গামা ২ দেখুন, এবং মন খুলে হাসুন।’
(1/2)
I believe and practice the teachings of Yoga, “The only place where life exists is the present moment, NOW.”
Hungama 2 involves the relentless efforts of an entire team that’s worked very hard to make a good film, and the film shouldn’t suffer… ever!#Hungama2 pic.twitter.com/JCeEGXVZ09— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) July 23, 2021
উল্লেখ্য, ‘হাঙ্গামা ২’ পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রিয়দর্শন। আর এই ছবির সঙ্গে সাত বছর পর ছবির জগতে ফিরলেন শিল্পা। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঢিশকাঁও’ ছিল অভিনেত্রীর শেষ বক্স অফিস রিলিজ। ছবিতে শিল্পা ছাড়াও রয়েছেন পরেশ রাওয়াল এবং মিজান জাফরি।
এদিকে রাজ কুন্দ্রার গ্রেফতারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পা শেঠির এটা দ্বিতীয় পোস্ট। এর আগে শুক্রবার ভোরে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেত্রী। লেখক জেমস থারবারের একটি উক্তি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন শিল্পা। সেখানে লেখা রয়েছে, ‘আমাদের যেখানে থাকার দরকার তা এই মুহুর্তে এখনই। কী হয়েছে বা কী হতে পারে তা নিয়ে উদ্বেগ রয়েছে। আমি কৃতজ্ঞ যে আমি বেঁচে আছি। আমি জানি আমার ভবিষ্যৎ চ্যালেঞ্জে ভর্তি। কিন্তু তাও বর্তমানে আমাকে ভালভাবে বাঁচতে কেউ আটকাতে পারবে না।’
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই পর্ন ফিল্ম তৈরি ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। আবারও একবার ম্যাজিস্ট্রেট কোর্টে না-মঞ্জুর হয়েছে শিল্পার স্বামীর জামিনের আবেদন, ২৭শে জুলাই পর্যন্ত রাজ কুন্দ্রার পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়েছে। এদিন শিল্পা-রাজের বাড়িতে তল্লাশিও চালিয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।
সারাবাংলা/এএসজি
পরেশ রাওয়াল প্রিয়দর্শন মিজান জাফরি রাজ কুন্দ্রা শিল্পা শেঠি হাঙ্গামা ২