Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের স্বপ্নে ‘ব্যাচেলর বাড়িওয়ালা’ জাহিদ হাসান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ জুলাই ২০২১ ১৭:২২

রবি একজন বাড়িওয়ালা। বিয়ের বয়স পার হয়ে গেলেও এখনো ব্যাচেলর। যখন বিয়ের উপযুক্ত বয়স ছিলো তখন বেকারত্বের কারণে বিয়ে করতে সাহস পাননি। পণ করেছিলেন টাকার মালিক না হয়ে বিয়ে করবেন না। এখন তার অনেক টাকা। বাড়ির মালিক তিনি। কিন্তু বিয়ে করতে পারছেন না। বয়স বেশি হয়ে গেছে বলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না। তার বাড়িতে কোন ফ্যামিলি ভাড়াটিয়া আসলে দেখেন তাদের বিয়ের উপযুক্ত মেয়ে আছে কিনা।

বিজ্ঞাপন

একদিন বাসা ভাড়া নিতে আসে সুন্দরী দুই বোন। তাদেরকে দেখে রবি খুশি হয়। মনে মনে স্বপ্ন দেখতে থাকে দুই বোনের এক বোনকে বিয়ে করে এবার ব্যাচেলর জীবনের অবসান ঘটাবে সে। তাই কোন শর্ত ছাড়াই তাদেরকে বাসা ভাড়া দিয়ে দেয়। দিনরাত দুই বোনকে নিয়ে নানা জল্পনা কল্পনা করতে থাকে রবি। দুই বোনই সুন্দরী এবং তাদের বয়স কাছাকাছি তাই কাকে বিয়ে করবে ঠিক করতে পারছে না। অবশেষে সিদ্ধান্ত নেয় তাদের মায়ের কাছে গিয়ে বিয়ের কথা বলবে।

দরজার কাছে যেতেই তার বুক ধড়ফড় করতে থাকে। কিভাবে বলবে কথাটা বুঝতে পারছে না। যাহোক, দরজা খুলে ভেতরে যেতেই তার হবু শ্বাশুড়ি এসে বলে ‘আপনি এসেছেন খুব ভালো হয়েছে।’ রবি তার কথা বলার আগেই তিনি বলেন, ‘আমার দুই মেয়ের জন্য ভালো দুইজন ছেলে পেয়েছি। ছেলেগুলো আপনার বাড়িতেই ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে থাকে। যেহেতু মেয়েদের বাবা বিদেশে তাই বাড়িওয়ালা হিসেবে আপনি ওদের অভিভাবকের দায়িত্ব পালন করেন খুব খুশি হবো’।

এমনই এক গল্পে ঈদের জন্য নির্মিত হলো একক নাটক ‘ব্যাচেলর বাড়িওয়ালা’। হুমায়ূন কাবেরীর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাবিলা ইসলাম প্রমুখ। প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন (শনিবার) রাত ৯টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি

ঈদ নাটক একক নাটক জাহিদ হাসান বিয়ের স্বপ্নে ‘ব্যাচেলর বাড়িওয়ালা’ জাহিদ হাসান ব্যাচেলর বাড়িওয়ালা মাছরাঙা টেলিভিশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর