টি সিরিজ থেকে আসছে ন্যানসির হিন্দি গান
১৯ জুলাই ২০২১ ১২:১৫ | আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৪:২১
দেশের জনপ্রিয় সঙ্গীত তারকা ন্যানসি এর আগে ‘রিমঝিম সাওয়ান’ শিরোনামের একটি হিন্দি গান কভার করেছিলেন। এবার তিনি একটি মৌলিক হিন্দি গান কভার করেছেন। ‘ম্যায় হু তেরা’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে বিশ্ব বিখ্যাত সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ থেকে।
গানটিতে ন্যানসির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন নবীন গায়ক প্রেম ইসলাম। সুর ও সঙ্গীতায়োজন করেছেন কলকাতার আয়ুশ দাস।
‘ম্যায় হু তেরা’ নিয়ে ন্যানসি বলেন, ‘যখন গান শিখি তখন থেকেই হিন্দি এবং উর্দু গাওয়ার চর্চা করেছি। মাস ছয়েক আগে শ্রেয়া ঘোষালের ‘রিমঝিম সাওয়ান’ কভার করেছিলাম। এবার প্রথমবারের মতো আমার কণ্ঠে শ্রোতারা মৌলিক হিন্দি গান শুনতে পাবেন। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। মেলোডি ঘরানার গানটি সবার ভালো লাগবে আশা করি।’
প্রেম বলেন, ‘আমি মনে করি সব গানের ভাষা এক। শ্রোতাদের ভালো একটি গান উপহার দেওয়ার চিন্তা থেকেই হিন্দি গানটি করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা।’
উল্লেখ্য, টি-সিরিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হবে। যে চ্যানেলটির সাবস্ক্রাইবার ১৮৮ মিলিয়ন। প্রকাশের পর পরই গানটি দ্রুত শ্রোতাদের কাছে পৌঁছে যাবে বলে প্রত্যাশা ন্যানসি ভক্তদের।
সারাবাংলা/এজেডএস