ঈদে লুৎফর হাসানের ‘অন্য আমি’
১৯ জুলাই ২০২১ ১৩:৩২ | আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৪:২২
‘ঘুড়ি’খ্যাত গীতিকবি, সুরকার ও গায়ক লুৎফর হাসান এবারের ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন। গানটির শিরোনাম ‘অন্য আমি’। এটি প্রকাশ পাবে দেশের অন্যতম সেরা সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে।
‘অন্য আমি’ গানটির কথা লিখেছেন প্রবাসী গীতিকার শামীম রেজা। দেশের ফেলে আসা স্মৃতি রোমন্থনে তিনি শব্দ কথায় এঁকেছেন এক বাউন্ডুলের জীবন। সেই কথায় সুর দিয়েছেন লুৎফর হাসান নিজেই। সংগীতায়োজনে আমজাদ হোসেন।
গাজীপুরের কালীগঞ্জের এক দৃষ্টিনন্দন লোকেশনে চিত্রায়িত হয়েছে গানের ভিডিও। পরিচালনা করেছেন আল মাসুদ।
লুৎফর হাসান বললেন ‘শামীম ভাই মূলত আমাকে ভেবেই গানটি লিখেছেন, গান সংশ্লিষ্ট সবাই বেশ মনোযোগে কাজ করেছেন যা আমার জন্য আনন্দের।
২৮ জুলাই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক অ্যাপে।
সারাবাংলা/এজেডএস