Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের সাতদিন বর্ণিল অনুষ্ঠান নিয়ে একুশে টেলিভিশন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ জুলাই ২০২১ ১৫:৫১

‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ একুশে টেলিভিশন ঈদুল আযহা উপলক্ষে টানা ৭ দিন অনুষ্ঠান প্রচার করবে। এ আয়োজনে রয়েছে নাটক, সঙ্গীতানুষ্ঠানসহ নানান রঙের অনুষ্ঠান।

তাদের সাত দিনের অনুষ্ঠানমালায় রয়েছে ১৪টি একক, ৪টি সাত পর্বের ধারাবাহিক নাটক। ধারাবাহিকগুলো হচ্ছে ‘থিয়েটার সুপারহিট’, ‘হালকার উপর ঝাপসা’, ‘ভিডিও জাহাঙ্গীর’ ও ‘অফলাইন মামা অনলাইনে’। একক নাটকগুলো হচ্ছে—‘বিনা মেঘে বৃষ্টি’,  ‘তুমি আমার নও’, ‘ভালোবাসার খোঁজে’, ‘মোমের পুতুল’, ‘ফরেন লাভার’, ‘সিঙ্গেলস ক্লাব’, ‘লাভ ইজ ফরএভার’, ‘যদি এমন হতো’, ‘আমার ফিলিংস নাই’, ‘আমার একটাই গার্লফ্রেন্ড’, ‘লটারি’।

বিজ্ঞাপন

সুপরিচিত পরিচালকদের নির্মাণে প্রতিটি নাটকেই অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতারা— জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, মোশাররফ করিম, অপূর্ব, জোভান, সজল, তৌসিফ, মম, শবনম ফারিয়া, তানজিন তিশা, সারিকা, টয়া প্রমুখ।

ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘কালজয়ী সিনেমার গান’ উপস্থাপনায় থাকছেন চিত্রনায়িকা আঁচল।

সারাবাংলা/এজেডএস

ঈদুল আযহা একুশে টেলিভিশন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর