Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্জনের ছুরির নীচে শোয়ার্জনেগার


৩১ মার্চ ২০১৮ ১৫:১৪ | আপডেট: ৩১ মার্চ ২০১৮ ১৫:২৪

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

সে আপনি যেই হোন না কেন, বাড়লে বয়স রোগ-ব্যাধি এসে শরীরে বাসা বাঁধবে এটাই নিয়ম। আর্নল্ড শোয়ার্জনেগারও ভুগছেন বয়সজনিত নানা জটিলতায়। এ কারণে শুক্রবার (৩০ মার্চ) তাকে যেতে হয়েছে সার্জনের ছুরির নিচেও।

এর আগে ১৯৯৭ সালেও একবার হৃৎপিণ্ডে সার্জারি করাতে হয়েছিল আর্নল্ড শোয়ার্জনেগারকে। পুরনো সার্জারির জটিলতার কারণেই আবার নতুনভাবে অপারেশন টেবিলে শুতে হয় এই ‘টার্মিনেটর’ তারকাকে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানাচ্ছে, ক্যাথেটার ভাল্ব পুনঃস্থাপন করার জন্য লস এঞ্জেলেসের একটি হাসপাতালে গিয়েছিলেন আর্নল্ড। সেখানে হৃৎপিণ্ডে নতুন জটিলতা ধরা পড়লে আবার শরীর কাটতে হয় এই মহাতারকার। তবে আর্নল্ড এখন বেশ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক।

ক্যালিফোর্নিয়ার সাবেক এই গভর্ণর ও অভিনেতা বর্তমানে ‘দি লিজেন্ড অফ কোনান’ ও টার্মিনেটর সিরিজের শিরোনাম ঠিক না হওয়া দুটি ছবিতে কাজ করছেন।

সারাবাংলা/টিএস /পিএম

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর