Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কাবিননামা’ নিয়ে জটিলতায় তৌসিফ-পায়েল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ জুলাই ২০২১ ১৭:০৪

কাবিননামা নিয়ে কয়েকমাস আগে দেশে হইচই পড়ে গিয়েছিল। সেই ‘কাবিননামা’ নিয়ে এবার আসন্ন ঈদুল আজহায় একটি বিশেষ নাটক নির্মাণ করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি।

যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। তাঁদেরকে নবদম্পতি রূপে দেখা যাবে ‘কাবিননামা’ শিরোনামের এই নাটকে।

নির্মাতা হিমির রচনায় নাটকটির চিত্রনাট্য করেছে গোলাম সরোয়ার অনিক। গল্প প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘আমাদের সমাজ দুজন মানুষের সম্পর্কের চেয়ে একটা কাগজে বেশি মূল্য দিয়ে থাকে মানুষ। তেমনি একটি গল্পে নিয়ে নাটক এগিয়ে যাবে।’

কয়েকমাস আগে দেশে কাবিননামা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। সেই ঘটনায় অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মিত হয়েছে কিনা এমন প্রশ্নে নির্মাতা মাহমুদুর রহমান হিমির উত্তর, ‘মেটেও তেমনটা না। নাটকের গল্প এখনই বলে দিলে দর্শক উপলদ্ধিটা পাবে না। তবুই এই প্রশ্নের উত্তরে বলতে হয়, নাটকটি নবদম্পতির গল্পের। যেখানে তৌসিফ মাহবুব হুট করেই কেয়া পায়েলকে নিয়ে তাঁর ব্যাচেলার বাসায় উঠে। সেখান থেকে গল্প শুরু হবে আর শেষ হবে কাবিননামায়।’

নির্মাতা জানিয়েছেন, আসন্ন ঈদের পঞ্চম দিন রাত ৮টায় দীপ্ত টিভি প্রচার হবে, পরবর্তীতে তাদের ইউটিউবে প্রচারিত হবে।

সারাবাংলা/এজেডএস

কেয়া পায়েল তৌসিফ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর