‘অনন্য প্রতিভা’র গ্র্যান্ড ফিনালেতে ফেরদৌস
১৭ জুলাই ২০২১ ১৩:৩৯ | আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৪:৩০
এনটিভিতে প্রচার চলতি এই মুহুর্তের জনপ্রিয় রিয়েলিটি শো ‘অনন্য প্রতিভা’র আজ (১৭ জুলাই) গ্র্যান্ড ফিনালে পর্বটি প্রচার হবে। বেশ কয়েকটি চ্যালেঞ্জিং ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে মোট ১৮জন প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।
এই আয়োজন প্রসঙ্গে অনুষ্ঠানটির প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র বলেন, ‘অনন্য প্রতিভা আমার প্রযোজনাকালীন সময়কালের শ্রেষ্ঠ একটা জার্নি বলা যেতে পারে। সবমিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। পাশে পেয়েছি শ্রদ্ধেয় লাভলু ভাই, শাওন আপা, হৃদয় ভাই’সহ আরো অনেককেই। ধন্যবাদ আমার প্রিয় এনটিভি, শানু, আইরিন, পুলক, সায়েম ও আলিশাকে। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি ঋনী। গ্র্যান্ড ফিনালে পর্ব’তে অতিথি হবার জন্য কৃতজ্ঞতা ফেরদৌস ভাইয়ের কাছে।’
এই আয়োজনে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। তিনি বলেন, ‘অনেকদিন পর এই রিয়েলিটি শোতে অংশ নিয়ে আমার ভীষণ ভালোলেগেছে। অনন্য প্রতিভা’র সাথে সম্পৃক্ত শুভ্র’সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ। যেহেতু এই শো’তে বয়সের কোন সীমাবদ্ধতা ছিলোনা, তাই নানান বয়সী মেধাবীরা এতে অংশ নিতে পেরেছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ আরো বেশ ক’জন অনন্য প্রতিভাবান খুঁজে পাবে। তবে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে অনন্য প্রতিভাবানদের খুঁজে বের করে তাদেরকে শুধু প্লাটফর্মে এনে দাঁড় করিয়ে দিলেই হবে না, তাদেরকে কাজে লাগাতে হবে। আগামীতেও যেন অনন্য প্রতিভা আরো অনেক বেশি মেধাবীদের খুঁজে বের করতে যেন এগিয়ে আসেন।’
শুভ্র জানান, আজ (১৭ জুলাই) রাত ৯টায় এনটিভির পর্দায় ‘অনন্য প্রতিভা’র গ্র্যান্ড ফিনালে পর্বটি প্রচার হবে। রিয়েলিটি শো’টির অডিশন রাউন্ডে বিচারক হিসেবে ছিলেন শানু, আইরিন ও পুলক। তারাই মূলত দেশের ছয়টি বিভাগ থেকে প্রথম ১৪২জন প্রতিযোগীকে খুঁজে নিয়ে আসেন। পরবর্তীতে সেখানে আরো আটজনকে যুক্ত করা হয়। ১৫০জন থেকে কোয়ার্টার ফাইনালের যাত্রা শুরু হয়। সেমি ফাইনালে গিয়ে ত্রিশ জন থাকে। বিচারকরা পরবর্তীতে ফাইনাল রাউন্ডের জন্য ১৮জনকে নির্বাচিত করেন। উপস্থাপক হিসেবে আছেন সায়েম সালেক ও আলিশা।
সারাবাংলা/এএসজি